South 24 Parganas News: অবাক কাণ্ড সুন্দরবনে, চুরি হয়ে গেল আস্ত একটা নৌকা
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
Last Updated:
সুন্দরবনে নদীর পাড়ে বেঁধে রাখা মৎস্যজীবীর নৌকা চুরি
দক্ষিণ ২৪ পরগনা: চুরি হয়ে গেল পাড়ে বাঁধা আস্ত একটা নৌকা! ঘটনায় হতবাক নৌকার মাঝি থেকে গ্রামের মানুষজন। কুলতলির গোপালগঞ্জ পঞ্চায়েতের মহিম মালির ঘাট থেকে মৎসজীবীর ইঞ্জিন নৌকা চুরি হয়ে যায়। কুলতলি থানায় অভিযোগ জানিয়েছেন মৎসজীবী কালীদাস মালি। তিনি বলেন, ” আমি প্রতিদিনের মতো নদীতে মাছ-কাঁকড়া ধরতে যাই। ফিরে এসে রোজের মতোই নদীর ঘাটে নৌক বেঁধে রাখি। কিন্তু সকালে গিয়ে দেখে নৌকা গায়েব! এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেছিল কিনা জানিনা! বুঝতেই পারছি না, কীভাবে চুরি হয়ে গেল আস্ত একটা নৌকা। পুরো ঘটনার কথা পুলিশকে জানিয়েছি। পুলিশের কাছে আমার অনুরোধ এই ঘটনার তদন্ত করে চোরকে ধরুক। আমার নৌকা ফিরিয়ে দিক। এই নৌকা থেকেই আমার সংসার চলে, দু’বেলা দু’মুঠো খেতে পাই।”
অভিযোগ পাওয়ার পর কুলতলী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সুমন সাহা
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 02, 2025 2:57 PM IST






