South 24 Parganas News: জয়নগরবাসীর দুর্ভোগের দিন শেষ! নববর্ষের আগে বিধায়কের 'উপহার' পেভার ব্লকের রাস্তা, জোরকদমে চলছে কাজ

Last Updated:

South 24 Parganas News: জয়নগরের এই রাস্তা একাধিকবার সারানো হলেও কয়েক বছরের মধ্যে সেটি ফের ভেঙে যেত। বর্ষা আসলে দুর্ভোগ উঠত চরমে। বিধায়কের উদ্যোগে সেই রাস্তা নতুন পদ্ধতিতে তৈরি হওয়ায় খুশি এলাকাবাসী।

+
পেভার

পেভার ব্লকের রাস্তা তৈরি হচ্ছে

জয়নগর, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহাঃ নতুন বছর শুরুর আগে জয়নগরবাসী উপহার পাচ্ছে পেভার ব্লকের রাস্তা। এই ধরনের রাস্তা তৈরি হওয়ায় এর স্থায়িত্ব বাড়বে। ফলে সুবিধা হবে সাধারণ মানুষের। জানা গিয়েছে, দক্ষিণ বারাসাত অটোস্ট্যান্ড থেকে ময়দা কালীবাড়ি পর্যন্ত ৩.৫ কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পড়েছিল। একাধিকবার রাস্তা সারানোর ব্যবস্থা হলেও দেখা যেত রাস্তা ফের খারাপ হয়ে পড়েছে। এর ফলে সমস্যায় পড়ত সাধারণ মানুষ।
এখানে আগে বিটুমিনাসের রাস্তা ছিল। জনস্বাস্থ্য কারিগরি দফতর (পিডব্লিউডি) এই রাস্তার দায়িত্বে ছিল। বর্তমানে তাঁরাই এই রাস্তার সমস্যা সমাধান করতে পেভার ব্লক বসাচ্ছে। রাস্তাটি ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের তৈরি করা হবে। বর্তমানে ময়দা কালীবাড়ি থেকে গৌড়হাট হাট ব্রিজ পর্যন্ত কাজ শেষ হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই কাজের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।
advertisement
advertisement
দক্ষিণ বারাসাত থেকে ময়দা পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। এই রাস্তা একাধিকবার সারানো হলেও কয়েক বছরের মধ্যে সেটি ফের ভেঙে যেত। বর্ষা আসলে দুর্ভোগ উঠত চরমে। এখানে জল জমে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতেন এলাকাবাসী। স্থানীয় বিধায়কের উদ্যোগে সেই রাস্তা নতুন পদ্ধতিতে তৈরি হওয়ায় খুশি তাঁরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কাজ রাস্তায় নতুন দিশা দেখাবে। রাস্তা খারাপ হওয়ার সমস্যা দূর হলে খুবই উপকৃত হবেন সকলে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: জয়নগরবাসীর দুর্ভোগের দিন শেষ! নববর্ষের আগে বিধায়কের 'উপহার' পেভার ব্লকের রাস্তা, জোরকদমে চলছে কাজ
Next Article
advertisement
Indigo Crisis Update: বাতিল ৫৫০ উড়ান, আরও জটিল ইন্ডিগো সঙ্কট! বিমানবন্দরের মেঝেতে শুয়ে যাত্রীরা, শুরু বিক্ষোভ
বাতিল ৫৫০ উড়ান, আরও জটিল ইন্ডিগো সঙ্কট! বিমানবন্দরের মেঝেতে শুয়ে যাত্রীরা, শুরু বিক্ষোভ
  • তিন দিনেও কাটল না ইন্ডিগো সঙ্কট৷

  • বাতিল সংস্থার প্রায় ৫৫০ উড়ান৷

  • বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী৷

VIEW MORE
advertisement
advertisement