পরিবার নিয়ে বেরিয়েছিলেন বকখালির উদ্দেশ্যে, আর যাওয়া হল না! ঠাঁই হল হাসপাতালে 

Last Updated:

জয়নগরে ভয়াবহ পথদুর্ঘটনা। টাটা সুমো ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় যখম দুটি গাড়ির চালক ও যাত্রীরা।

টাটা সুমো ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ
টাটা সুমো ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ
জয়নগর, দক্ষিণ ২৪ পরগণা, সুমন সাহা: সাতসকালে জয়নগরে ভয়াবহ পথদুর্ঘটনা। টাটা সুমো ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় যখম দুটি গাড়ির চালক ও যাত্রীরা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ জয়নগর থানার অন্তর্গত মুচিপাড়া এলাকায় কুলপি রোডের উপর একটি ইঞ্জিন ভ্যান ও একটি টাটা সুমোর মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় জখম হয় দুটি গাড়ির চালক ও যাত্রীরা। বিকট জোরালো আওয়াজ পেয়ে দৌড়া আসে মুচিপাড়া এলাকার মানুষজন। সঙ্গে সঙ্গে তাঁরা দুর্ঘটনায় যখম ব্যক্তিদের নিয়ে স্থানীয় নার্সিংহোমে যান।
advertisement
আরও পড়ুনঃ সকাল সকাল মর্মান্তিক দুর্ঘটনা কালনায়, স্কুটির সঙ্গে বাসের মুখোমুখি ধাক্কা, তিন জনের মৃত্যুতে নিঃস্ব পরিবার
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মাল বোঝাই ইঞ্জিন ভ্যান কাশিনগর থেকে বারুইপুরের দিকে যাচ্ছিল। ইঞ্জিন ভ্যানটি যখন মুচি পাড়ার কাছে আসে ঠিক সেই সময় অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি যাত্রী বোঝাই টাটা সুমো নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ইঞ্জিন ভ্যানটিকে সামনে থেকে ধাক্কা মারে। জানা গিয়েছে, ওই যাত্রী বোঝাই টাটা সুমোটি বকখালির উদ্দেশ্যে বেরিয়েছিল পরিবার নিয়ে। রাস্তায় ঘটে গেল দুর্ঘটনা। যার জেরে টাটা সুমোতে থাকা যাত্রীদের নিয়ে যাওয়া হয় স্থানীয় চিকিৎসা কেন্দ্র।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও আঘাত গুরুতর না হওয়ার কারণে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ। দুর্ঘটনায় জখমদের চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি দুটি গাড়ি ও  চালকদের আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পরিবার নিয়ে বেরিয়েছিলেন বকখালির উদ্দেশ্যে, আর যাওয়া হল না! ঠাঁই হল হাসপাতালে 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement