South 24 Parganas News : বাঘ তাড়াতে অন্ধ হয়েছেন স্বামী! তবুও পেটের দায়ে জঙ্গলেই দিন গুজরান গণেশের স্ত্রীর
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
বাঘের আক্রমণে চোখ নষ্ট গণেশর অনিশ্চিত ভবিষ্যৎ ভরসা একমাত্র স্ত্রীর মাছ কাঁড়া ধরা।
দক্ষিণ ২৪ পরগনা, সুন্দরবন, সুমন সাহা: লোকালয়ে আসা বাঘ তাড়াতে গিয়ে বাঘের আক্রমণে চোখ নষ্ট গণেশের অনিশ্চিত ভবিষ্যৎ ভরসা একমাত্র স্ত্রীর মাছ, কাঁকড়া ধরা। পশ্চিমবঙ্গে গত প্রায় ৮ মাস আগে কুলতলির মৈপিঠ কোষ্টাল থানা এলাকায় লোকালয়ে বাঘ আসে।বন দফতরের মানুষজন এবং এলাকার বেশ কিছু যুবক বাঘ জঙ্গলে ফের আবার প্রচেষ্টা শুরু করে তাদের মধ্যেই ছিল গণেশ শ্যামল। সকলের সঙ্গে বনদফতরের সঙ্গে বাঘ তাড়াবার কাজ শুরু করেন গণেশ।
হঠাৎ বাঘের আতঙ্কে ৫৫ বছর বয়সী এক ব্যক্তি সজনে গাছের মগডালে ওঠে পড়ে। আর সেখানেই যে বাঘ ঘাপটি মিলে রয়েছে বুঝতে না পেরে গণেশ ওই বৃদ্ধ কে গাছ থেকে নামাবার চেষ্টা চালাতে থাকেন। নামাতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর জখম হন গণেশ শ্যামল। এতে তার একটি চোখ অন্ধ আর অন্য চোখের প্রায় ৯০ শতাংশ দৃষ্টি হারান তিনি। দুঃস্থ দরিদ্র অসহায় অন্ধত্বের জীবনে কেউ আর তার পাশে নেই।
advertisement
লোকের বাড়িতে কাজ করে, নদীতে মাছ ধরে সংসার চালানোর ভার গিয়ে পড়ে একমাত্র রোজগেরে স্ত্রীর উপর। স্ত্রীর হাত ধরে বেঁচে থাকার লড়াই গণেশের। কী করবে! কোথায় যাবে! কী বা খাবে! স্ত্রীর উপার্জনে চলে তার সংসার। তবে ইতিমধ্যে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গণেশের পাশে দাঁড়িয়েছে, তার সংসার চালানোর জন্য যতদিন বাঁচবে ততদিন তাকে এক হাজার টাকা দেওয়া হবে, কিন্তু প্রশ্ন হাজার টাকায় কি ভাবে চলবে সংসার। কিন্তু তার উত্তর পাওয়া যায়নি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Nov 22, 2025 7:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News : বাঘ তাড়াতে অন্ধ হয়েছেন স্বামী! তবুও পেটের দায়ে জঙ্গলেই দিন গুজরান গণেশের স্ত্রীর







