South 24 Parganas News: চাষের ক্ষতি মাপার পদ্ধতি কী আদৌ ঠিক! প্রশ্ন তুললেন চাষিরা
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Purnendu Mondal
Last Updated:
ফলন হয়েছে কিনা দেখার নতুন পদ্ধতিতে সঠিকভাবে বিচার করা যায় না বলে জানিয়েছেন চাষিরা
দক্ষিণ ২৪ পরগনা: জল নিকাশির ব্যবস্থা বেহাল। অতিরিক্ত বৃষ্টির জেরে বারুইপুরের চম্পাহাটি এলাকায় দু’হাজার একরেরও বেশি জমির ধান নষ্ট। ফলে সমস্যায় দেড় হাজারের বেশী কৃষক পরিবার। ঘটনায় সরকারি ক্ষতিপুরণের দাবি কৃষকদের। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস কৃষি বিভাগের। বারুইপুরের চম্পাহাটি, হাড়দহ, বৃন্দাখালি নবগ্রাম অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ক্ষতিগ্রস্ত ধানচাষ।
এবার একটানা বৃষ্টির জেরে ধানগাছের গোড়ায় জল জমে থাকায় শিস হলেও ফলন হয়নি। চাষিদের দাবি বিঘের পর বিঘে কৃষি জমির জন্য একটি মাত্র জলপথ। নিকাশি ব্যবস্থা বেহাল।হওয়ায় যা দিয়ে জমে থাকা জল বের হয়নি। তারা এর ফলে ব্যাপক ক্ষতির মুখে।পড়েছেন। কার্যত ঋণ নিয়ে তাদের চাষ করতে হয়। ফসল উঠলে তা বিক্রি করে তারা ঋণশোধ করেন। এবার ফসল না হওয়ায় তারা ব্যাপকভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন তারা। এই বিষয়ে বারুইপুর ব্লকের কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে অনেকেই শস্যবীমা করেন নি। অতিবৃষ্টির ফলে চাষ ক্ষতিগ্রস্ত বলে মনে করছেন।
advertisement
advertisement
সরকারিভাবে কোন সাহায্য করা যায় কিনা তা দেখা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। তবে চাষিদের বক্তব্য বর্তমানে স্যাটেলাইট ছবির মাধ্যমে বিচার করা হয় ফসল হয়েছে কিনা। এই পদ্ধতিতে সঠিকভাবে বিচার করা যায় না বলে জানিয়েছেন তারা। তবে সরকার কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে চাষিরা।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Nov 27, 2024 2:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: চাষের ক্ষতি মাপার পদ্ধতি কী আদৌ ঠিক! প্রশ্ন তুললেন চাষিরা








