South 24 Parganas News: মাঝারতে বাইক আটকে দাঁড়াল ৩ যুবক, চলল এলোপাথারি ছুরি, বারুইপুরে মৃত ১ যুবক
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
মাঝরাতে অপরিচিত যুবকদের বাইকে করে ঘোরাঘুরি করতে দেখে বচসা... সেখান থেকে হাতাহাতি, চলল এলোপাথারি ছুরি! ছুরির আঘাতে মৃত্যু এক যুবকের
বারুইপুর, সুমন সাহা: মাঝরাতে অপরিচিত যুবকদের বাইকে করে ঘোরাঘুরি করতে দেখে বচসা… সেখান থেকে হাতাহাতি, চলল এলোপাথারি ছুরি! ছুরির আঘাতে মৃত্যু এক যুবকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। শনিবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ বারুইপুর থানার মাদারাট গ্রাম পঞ্চায়েতের টগরবেরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনেই তিন যুবকের বাইক আটকায় স্থানীয় তিন যুবক। এত রাতে পাড়ার রাস্তায় তারা কী করছে? তা জিজ্ঞাসা করার পাশাপাশি বাইকের চাবিও খুলে নেওয়া হয়। সেখান থেকেই শুরু হয় বচসা।
বচসা ক্রমে বাড়তে থাকে। শুরু হয় হাতাহাতি। জানা যায়, এর পরই স্থানীয় যুবক জগাই, অরূপ ও ভুতো বাইক আরোহীদের আক্রমণ করে। বাইক আরোহী শুভঙ্কর মণ্ডলকে ছুরি দিয়ে কোপায় অভিযুক্ত স্থানীয় ৩ যুবক, এমনটাই জানিয়েছেন মৃত বাইক আরোহীর দুই সঙ্গী। শুভঙ্কর মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় তিন যুবক সেখান থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় শুভঙ্করকে বাইকে করে তার দুই সঙ্গী বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে।
advertisement
বারুইপুর থানার পুলিশ এসে মৃত শুভঙ্করের সঙ্গে থাকা এক নাবালক ও বাবাই নামে আরও একজনকে আটক করেছে। রাতে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ। যদিও অভিযুক্ত তিন যুবক পলাতক। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। পলাতক তিন যুবকের খোঁজে তল্লাশি চলছে। শুভঙ্কর মণ্ডলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বারুইপুর থানার পুলিশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 17, 2025 3:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মাঝারতে বাইক আটকে দাঁড়াল ৩ যুবক, চলল এলোপাথারি ছুরি, বারুইপুরে মৃত ১ যুবক