South 24 Parganas News: বেহাল নামখানার পচামুড়ি খালের কাঠের সেতু, অসুবিধা স্থানীয়দের

Last Updated:

নামখানার পচামুড়ি খালের কাঠের সেতুর বেহাল দশা। আর যার জেরে অসুবিধায় পড়েছেন স্থানীয়রা‌।

+
বেহাল

বেহাল সেতু

নামখানা: নামখানার পচামুড়ি খালের কাঠের সেতুর বেহাল দশা। আর যার জেরে অসুবিধায় পড়েছেন স্থানীয়রা‌। বর্তমানে স্থানীয় বাসিন্দারা দ্রুত এই সেতু সংস্কারের দাবিতে সরব হয়েছেন।সূত্রের খবর, গ্রামে একটি মাত্র কাঠের সেতু রয়েছে। সেটিও দীর্ঘ ছয় মাস ধরে বেহাল অবস্থায় রয়েছে। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সেতু পারাপার করতে হচ্ছে গ্রামবাসীদের।
এমন অবস্থা নামখানা ব্লকের বুদাখালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফটিক পুর গ্রামে। মূল ভূখণ্ডের সঙ্গে এই গ্রাম টিকে বিচ্ছিন্ন করে রেখেছে পচামুড়ি খাল। খালটির অপর প্রান্তে রাজনগর গ্রাম।গ্রামবাসীদের অভিযোগ গুরুত্বপূর্ণ এই পচামুড়ি খালের উপরে কাঠের সেতুটি ছয় মাস আগে ভেঙে বসে গিয়েছে। এই সেতু সংস্কারের ব্যাপারে একাধিকবার গ্রাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানিয়েও কোন কাজ হয়নি কখনও। গ্রামবাসীরা বর্তমানে এই কাঠের সেতুর স্থলে পাকা সেতু তৈরি করার দাবি তুলেছেন।
advertisement
advertisement
বর্তমানে সেতুটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে গ্রামবাসীদের। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সেখানে। গ্রামবাসীরা জানিয়েছেন যদি এই সেতুটি ভেঙে পড়ে, তাহলে প্রায় তিন কিলোমিটার এর বেশি ঘুরে যেতে হবে মূল ভূখণ্ডে। সেক্ষেত্রে একাধিক সমস্যা হবে। এখন দেখার কবে এই সমস্যার সমাধান হয়।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বেহাল নামখানার পচামুড়ি খালের কাঠের সেতু, অসুবিধা স্থানীয়দের
Next Article
advertisement
Indigo Update: ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
  • অবশেষে ইন্ডিগো-র পরিষেবায় উন্নতি৷

  • ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু৷

  • শনিবারও সংস্থার ৮৫০ উড়ান বাতিল৷

VIEW MORE
advertisement
advertisement