South 24 Parganas News: মাত্র ৮ মাস আগে বিয়ে! ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি যুবকের
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Sudip Paul
Last Updated:
South 24 Parganas News: আবারও ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল পাথর প্রতিমার পরিযায়ী শ্রমিকের। কেরালায় মাটি চাপা পড়ে মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের। এই ঘটনায় আরো ২ জন আহত হয়েছেন।
পাথরপ্রতিমা: আবারও ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল পাথর প্রতিমার পরিযায়ী শ্রমিকের। কেরালায় মাটি চাপা পড়ে মৃত্যু হয়ে ওই পরিযায়ী শ্রমিকের। পরিযায়ী শ্রমিকের নাম নাজিবুল রহমান খাঁ(২৯)। মৃতের বাড়ি পাথরপ্রতিমা ব্লকের দূর্বা চটি গ্রামের তৃতীয় খন্ডে। চলতি বছরের বৈশাখ মাসে শেষ সপ্তাহে কেরলের ত্রিশূরে পরিযায়ী শ্রমিকের কাজে যোগ দেন নাজিবুল।
গত শুক্রবার পাঁচ জন শ্রমিকের একটি দল ওই ত্রিশূর এলাকায় কন্সট্রাকশনের ভিত খনন করছিল। বিকেল তিনটের সময় হঠাৎ মাটিতে ধ্বস নামে। সেই সময় কর্মরত ৫ জন শ্রমিকের মধ্যে তিনজন শ্রমিক মাটির নিচে চাপা পড়ে যায়। কিছুক্ষণ পর তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনজনের মধ্যে নাজিবুলকে ডাক্তার মৃত বলে ঘোষণা করে এবং দুইজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
আহত দুজনের বাড়ি নামখানার মৌসুনিতে। সোমবার সকালে দূর্বা চটি গ্রামের তৃতীয় খন্ডের বাড়িতে নাজিবুলের মৃতদেহ নিয়ে আসা হবে বলে খাঁ পরিবার সূত্রে জানা যায়। এদিকে নাজমুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আট মাস আগে নাজিবুলের বিয়ে হয়েছিল। স্ত্রী সালেমা বিবি এবং নাজিবুলের মা-বাবা শোকাতুর অবস্থায় রয়েছেন।
advertisement
নাজিবুলের মৃত্যু সংবাদ পেয়ে তার বাড়িতে উপস্থিত হয়েছিলেন পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা দুলাল মন্ডল। তিনি শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, “রাজ্য সরকার যদি কর্মসংস্থান করত তাহলে এইরকম হাজার হাজার পরিযায়ী শ্রমিকের মৃত্যু হত না। ১০০ দিনের কাজ না থাকার কারণে দিনে দিনে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।”
advertisement
আরও পড়ুনঃ IND vs BAN: দ্বিতীয় টেস্টের দল ঘোষণা ভারতের, কে থাকল দলে আর কে পড়ল বাদ? জেনে নিন বিস্তারিত
—- Polls module would be displayed here —-
এই ঘটনায় শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাথরপ্রতিমা বিধায়ক সমীর কুমার জানা। তিনি বলেন,”যাতে শ্রমিকরা আর অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ না করে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েপ নেতৃত্বে আগামী দিনে রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধি করা হবে।” এছাড়া ওই মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে থেকে সব রকমের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন বিধায়ক সমীর কুমার জানা।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 22, 2024 2:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মাত্র ৮ মাস আগে বিয়ে! ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি যুবকের







