বাড়িতে অসুস্থ বাবা-মা, একা বোন...! অসমে কাজে গিয়ে মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলার যুবক

Last Updated:

পেটের দায়ে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল কাকদ্বীপের এক যুবকের। ওই যুবকের নাম সোমনাথ জানা। তিনি আসামে কাজে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।

অসমে কাকদ্বীপের যুবকের মৃত্যুতে পরিবারে নেমেছে শোকের ছায়া 
অসমে কাকদ্বীপের যুবকের মৃত্যুতে পরিবারে নেমেছে শোকের ছায়া 
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: পেটের দায়ে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল কাকদ্বীপের এক যুবকের। ওই যুবকের নাম সোমনাথ জানা (২৭)। তিনি অসমে কাজে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। পরিবারের একমাত্র সন্তান সোমনাথ লেখাপড়াতেও ভাল ছিলেন। কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন তিনি। কিন্তু সেখান থেকে একটি ফোন আসার পর পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়েছে।
কাকদ্বীপের বামানগর পার্বতীপুর এলাকার ওই যুবক অসমে কাজে যেতেন। ১৬ অগাস্টে বাড়িতে আসেন সোমনাথ, গত মঙ্গলবার বাড়ি থেকে আবারও কর্মস্থলের দিকে রওনা দেন তারা‌। তবে বৃহস্পতিবারের পর থেকে সোমনাথের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি পরিবারের লোকজন। এর মধ্যে সোমনাথের কথা চিন্তা করে উৎকন্ঠার মধ্যে দিন কাটছিল পরিবারের।‌
advertisement
advertisement
বাড়িতেই অসুস্থ বাবা-মা এবং একমাত্র বোনের ভরসা ছিলেন তিনি। সোমনাথের খবর না পাওয়ায় তারা চিন্তিত হয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত জানা গিয়েছে, অসমে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার সোমনাথের। এই খবর শোনার পর কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন। স্থানীয় বাসিন্দারাও সেখানে জড়ো হয়েছেন। এ নিয়ে মৃতের বাবা গৌরহরি জানা জানিয়েছেন, তাঁদের সব শেষ হয়ে গিয়েছে। পরিবারের পাশে যাতে রাজ্যের সরকার এসে সহযোগিতা করে খুব ভাল হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মর্মান্তিক এই খবর শোনার পর শোকের ছায়া নেমেছে এলাকায়। মৃতের এক আত্মীয় প্রকাশ জানা জানিয়েছেন, মৃতদেহ কীভাবে ফেরানো হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন তাঁরা। এই মুহূর্তে গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া‌।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাড়িতে অসুস্থ বাবা-মা, একা বোন...! অসমে কাজে গিয়ে মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলার যুবক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement