Duare Pasad: দুর্গাপুজোর আগে অভিনব উদ্যোগ! বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে 'দুয়ারে প্রসাদ', প্যাকেটে থাকছে...

Last Updated:

দেবী মা জয়চন্ডীর প্রসাদ সহ আমন্ত্রণপত্র নিয়ে পুজো কমিটির সদস্যরা পৌঁছে যাচ্ছে এলাকার বাড়িতে বাড়িতে। তারা এই কর্মসূচির নাম দিয়েছেন দুয়ারে প্রসাদ কর্মসূচি।

+
আমন্ত্রণপত্রের

আমন্ত্রণপত্রের সঙ্গেই মিলছে পুজোর প্রসাদ

জয়নগর, দক্ষিণ ২৪ পরগণা, সুমন সাহা: দুর্গাপুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। প্রতিমা ও মন্ডপ তৈরীর কাজে চলছে যুদ্ধকালীন তৎপরতা। আর তারই মধ্যে অভিনব উদ্যোগ নিল জয়নগর মজিলপুর পৌরসভার অন্তর্গত জয়চন্ডীতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি।
জয়নগরের অধিষ্ঠাত্রী দেবী মা জয়চন্ডীর প্রসাদ সহ আমন্ত্রণপত্র নিয়ে পুজো কমিটির সদস্যরা পৌঁছে যাচ্ছে এলাকার বাড়িতে বাড়িতে। তারা এই কর্মসূচির নাম দিয়েছেন দুয়ারে প্রসাদ কর্মসূচি। এই দুয়ারে প্রসাদ প্যাকেটে থাকছে একটি প্যাড়া, বাতাসা এবং জয়চন্ডী মায়ের একটি ছবি দুর্গাপুজোর আমন্ত্রণপত্র।
advertisement
advertisement
জয়চন্ডীতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক বলেন, দিঘা জগন্নাথ ধামের উদ্বোধনের পূর্বে রাজ্য সরকারের তরফ থেকে যে দুয়ারে প্রসাদ কর্মসূচি নেওয়া হয়েছিল, সেই কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে মূলত তাদের এই চিন্তাভাবনা। তিনি আরও জানান, এবারের পুজো ৩২তম বর্ষের। এবারের থিম রাঢ় বাংলার পরিব্রজ্যা। প্রতিবছরই নতুন কিছু করে দেখায়। সেই তাগিদেই এবছর পুজোর থিম সং ও করা হয়েছে। এছাড়া তারা তাদের এই দুর্গাপুজোয় বাইরে থেকে কোনও চাঁদা সংগ্রহ করছেন না।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জয়চন্ডীতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষ। জয়নগর মজিলপুর পৌরসভার এক প্রবীণ নাগরিক এ বিষয়ে বলেন, “বাঙালির সেরা উৎসব শারোদৎসব শুরু হয়ে গিয়েছে। এই উৎসবের প্রাক্কালে জয়নগরে এই প্রথম কোনও দুর্গোৎসব কমিটির উদ্যোগে মহাপ্রসাদ বিতরণ করছে। জয়নগরের অধিষ্ঠাত্রী দেবী জয়চন্ডীর ছবি সহ মহাপ্রসাদ বিতরণ করছে। আমরা খুব খুশি।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Duare Pasad: দুর্গাপুজোর আগে অভিনব উদ্যোগ! বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে 'দুয়ারে প্রসাদ', প্যাকেটে থাকছে...
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement