South 24 Parganas News: দ্বারিকনগরের ঐতিহ্যবাহী মনসা পুজোর সঙ্গে এবার বিষ্ণুপুজোও, খুশি ভক্তরা

Last Updated:

South 24 Parganas News: কথিত, এই এলাকায় একসময় ছিল বিষধর সব সাপ। ছিল কেউটে, শাঁখামুটি, শঙ্খচূড়-সহ আরও অনেক সাপ। সেজন্য সাপের হাত থেকে বাঁচতে দ্বীপের বাসিন্দারা শরণাপন্ন হয়েছিলেন দেবী মনসার কাছে।

+
চলছে

চলছে যজ্ঞানুষ্ঠান 

নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা: দ্বারিকনগরের ঐতিহ্যবাহী মনসাপুজোর সঙ্গে এবার হল বিষ্ণুপুজো ও মহাযজ্ঞ। যার ফলে খুশি সকলেই‌। ঐতিহ্যবাহী এই পুজো ৮৫ ধরে চলে আসছে এলাকায়। তবে এ বছর এই পুজোর সঙ্গে নতুন ভাবে বিষ্ণুপুজো ও যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। এই যজ্ঞানুষ্ঠান পরবর্তী বছরগুলিতে চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এই পুজোর সূচনা হয়।
কথিত, এই এলাকায় একসময় ছিল বিষধর সব সাপ। ছিল কেউটে, শাঁখামুটি, শঙ্খচূড়-সহ আরও অনেক সাপ। সেজন্য সাপের হাত থেকে বাঁচতে দ্বীপের বাসিন্দারা শরণাপন্ন হয়েছিলেন দেবী মনসার কাছে।
তারপর থেকে সেখানে চলছিল মনসা পুজো। এরপর এই পুজো এগিয়ে নিয়ে যায় স্থানীয় যুবকরা। একসময় এখানে প্রায় প্রতিদিন সাপের কামড়ে মানুষ মারা যেত। সাপের কামড়ের পর তাকে চিকিৎসার জন্য আনার পথে মারা যেত অনেকেই। অগত্যা বাধ্য হয়েই শুরু হয়েছিল অকাল মনসা পুজো।
advertisement
advertisement
আরও পড়ুন : গুনে গুনে ‘১০ টা পাতা’…এভাবে খেলেই জাস্ট কর্পূরের মতো উবে যাবে ইউরিক অ্যাসিড! ঝড়ের বেগে সারবে বদহজম! কমবে ওজন
তার পর থেকে আর সাপের কামড়ে নাকি আর এলাকার বাসিন্দারা গণহারে মারা পড়েননি। তবে এখন আর সাপের কামড়ে কেউ মারা পরেন না। সেজন্য এখন থেকে শুরু হয়েছে বিষ্ণুপুজো যা নিয়ে খুশি সকলেই।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: দ্বারিকনগরের ঐতিহ্যবাহী মনসা পুজোর সঙ্গে এবার বিষ্ণুপুজোও, খুশি ভক্তরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement