Uric Acid Control Tips: গুনে গুনে ‘১০ টা পাতা’...এভাবে খেলেই জাস্ট কর্পূরের মতো উবে যাবে ইউরিক অ্যাসিড! ঝড়ের বেগে সারবে বদহজম! কমবে ওজন
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Uric Acid Control Tips:পিত্ত অ্যাসিডের মতো পাচক এনজাইমের নিঃসরণকে উৎসাহিত করে। এটি পুষ্টির শোষণ, হজম এবং বিপাককেও উৎসাহিত করে, যা ওজন কমাতে সাহায্য করে।
খাবারে অতিরিক্ত পিউরিন থাকলে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় এবং কিডনি সেই বর্ধিত পরিমাণ শরীর থেকে বের করে দিতে ব্যর্থ হয়। উচ্চ ইউরিক অ্যাসিড জয়েন্টগুলোতে ক্রিস্টাল আকারে জমা হয়, যার ফলে হাত ও পায়ে ব্যথা হয়, প্রধানত যেখানে জয়েন্টগুলো থাকে। উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে, আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করা গুরুত্বপূর্ণ। এই সময়ে পুদিনা পাতা স্বাস্থ্যের জন্য খুবই ভাল। বলছেন পুষ্টিবিদ মনপ্রীত কালরা।
advertisement
advertisement
ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য পুদিনা পানীয় তৈরি করুন। পুদিনা পানীয় তৈরি করতে, ৮ থেকে ১০টি পুদিনা পাতা জলে মিশিয়ে ধুয়ে ফেলুন। তারপর, একটি জুসার মিক্সারে, সমস্ত উপাদান ব্লেন্ড করুন। পুদিনা পাতার রস একটি পরিবেশন গ্লাসে ঢেলে উপরে বরফ এবং সাজসজ্জার জন্য একটি লেবুর টুকরো ঢেলে দিন। সতেজ সুস্বাদু স্বাস্থ্যসম্মত পানীয়টি উপভোগ করুন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









