South 24 Parganas News: ৬ বছর ধরে অসহায়দের আপনজন ডায়মন্ডহারবারের এই ‌যুবকরা

Last Updated:

এক প্রাকৃতিক বিপর্যয়ের বিভীষিকা চোখের সামনে দেখে সংকল্প করেছিল মানুষের পাশে দাঁড়ানোর।৬ বছর ধরে অসহায়দের আপনজন ডায়মন্ডহারবারের এই ‌যুবকরা

+
অসহায়

অসহায় পরিবারের মাঝে ডায়মন্ডহারবারের যুবকরা

ডায়মন্ডবারবার: এক প্রাকৃতিক বিপর্যয়ের বিভীষিকা চোখের সামনে দেখেছিল ডায়মন্ডহারবারের এই যুবকরা‌। আর তারপর তাঁরা সংকল্প করেছিল মানুষের পাশে দাঁড়ানোর। এদের মধ্যে কেউ কলেজের পাঠ শেষ করে চাকরির চেষ্টা করছেন, কেউ আবার চোখ ভরা স্বপ্ন নিয়ে শুরু করছেন ব্যবসা।আর্থিক ভাবে সাবলম্বী হওয়ার লড়াইয়ে আর পাঁচটা বেকার তরুণের মতই লড়াই চালিয়ে যাচ্ছেন এঁরা প্রত্যেকেই। তবে এর মধ্যেও মানুষের পাশে দাঁড়াতে ভোলেননি কখনও।
২০১৭ সালে এক প্রাকৃতিক বিপর্যয়ের পর তারা তৈরি করেছিল নিজেদের দল ‘আমরা আপনজন’। এরপর কেটে গিয়েছে অনেকটা সময়।কেটে গিয়েছে ঘূর্ণিঝড় আমফান, ইয়াস। আমরা আপনজন তখন সত্যিই আপনজন হয়ে উঠেছিল সকলের‌। সম্প্রতি তারা সিদ্ধান্ত নেয় গ্রুপের সদস্যদের জন্মদিন হোক বা অন্য কিছু আনন্দ উৎসব।সকলে সেই দিনটি পালন করবেন গরীব দু:স্থদের মধ্যে‌। ডায়মন্ডহারবারের যুবকদের এই উদ্যোকে স্বাগত জানিয়েছেন অনেকেই। সম্প্রতি ডায়মন্ড হারবারের আবদালপুর, দেউলপোতা সহ বেশ কিছু ইটভাটায় সেই উপলক্ষে তারা পৌঁছে গিয়েছিলেন।
advertisement
advertisement
কখনও বিধ্বংসী ঝড়ে সুন্দরবনের প্রান্তিক অঞ্চলে ত্রান পৌঁছে দেওয়া, আবার কখনও আবার মৎস্যজীবী পরিবারের শিশুদের পাশে দাঁড়ান। এই সবকিছু করে নজির সৃষ্টি করেছে এই ‌যুবকেরা।ভবিষ্যতে তারা আরও মানু?এর জন্য কাজ করে তাদের আপনজন হয়ে উঠতে পারে এই কামনাই করছেন তাঁরা।
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ৬ বছর ধরে অসহায়দের আপনজন ডায়মন্ডহারবারের এই ‌যুবকরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement