হাজার হাজার প্রতিযোগীকে টেক্কা দিতে প্রস্তুত! আশায় ডায়মন্ডহারবার! আন্তর্জাতিক যোগাসনে পাখির চোখ এই '৩' খুদে

Last Updated:

আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় কাকদ্বীপের পর এবার যাবে ডায়মন্ডহারবারের তিন প্রতিযোগী। ওই তিন প্রতিযোগীর নাম অভীক হালদার, আরাধ্যা ভৌমিক, মেঘাদ্রী ঝুলকি‌।

+
যোগাসন

যোগাসন অনুশীলন করছে খুদেরা

ডায়মন্ডহারবার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় কাকদ্বীপের পর এবার যাবে ডায়মন্ডহারবারের তিন প্রতিযোগী। ওই তিন প্রতিযোগীর নাম অভীক হালদার, আরাধ্যা ভৌমিক, মেঘাদ্রী ঝুলকি‌। ডায়মন্ড হারবার মহাকুমার উস্থি এলাকার নবম শ্রেণির ছাত্র অভিক হালদার, মগরাহাটের আমড়াতলার চতুর্থ শ্রেণির ছাত্রী আরাধ্যা ভৌমিক এবং ফলতার হাসিমনগরে বাড়ি তৃতীয় শ্রেণির মেঘাদ্রী ঝুলকি এই প্রতিযোগিতায় সুযোগ পাওয়ার পর খুশি সকলেই।
এর আগে কাকদ্বীপ থেকে খুদে দুই প্রতিযোগী নাম রূপায়ণ রাজ ও বর্ণিতা ঘরামি সুযোগ পেয়েছিল। ফলে দক্ষিণ ২৪ পরগনার শিশু ও কিশোররা আন্তর্জাতিক স্তরে তাদের প্রতিভা দেখানোর সুযোগ পেল। কেরলের রাজীব গান্ধি ইন্ডোর স্টেডিয়ামে জাতীয় যোগাসন প্রতিযোগিতায় প্রতিটি রাজ্য থেকে প্রায় ৪০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। সেখানে তারা নিজেদের দক্ষতা প্রমাণ করার পর এই সুযোগ মিলেছে।
advertisement
advertisement
তিনজনেই দক্ষিণ ২৪ পরগনার শিরাকোল এলাকার প্রশিক্ষক সুজিত কুমার মণ্ডলের কাছে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন। এ নিয়ে সুজিত কুমার মন্ডল জানান, “এই শিশু প্রতিভাগুলি একদিন দেশের নাম উজ্জ্বল করবে। কিন্তু অর্থসংকট ওদের স্বপ্নকে থামিয়ে দিতে পারে, সেটাই এখন সবচেয়ে বড় ভয়।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই মুহূর্তে তারা পড়াশোনার পাশাপাশি মন দিয়ে যোগাসন অনুশীলন করছে। তবে এখন একটু বেশি করে অনুশীলন করতে হচ্ছে। আন্তর্জাতিক স্তরে সাফল্য তাদের একমাত্র লক্ষ্য এখন। সেই লক্ষ্যেই কঠোর অনুশীলন করছে তারা। দক্ষিণ ২৪ পরগনা থেকে পাঁচজন প্রতিযোগীর মধ্যে একজন প্রতিযোগীও যদি পুরস্কার আনতে পারে তবে সেটি জেলার জন্য খুবই গর্বের হবে বলে মনে করছেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাজার হাজার প্রতিযোগীকে টেক্কা দিতে প্রস্তুত! আশায় ডায়মন্ডহারবার! আন্তর্জাতিক যোগাসনে পাখির চোখ এই '৩' খুদে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement