South 24 Parganas News: শ্বশুরবাড়ি থেকে পুত্রবধূর ঝুলন্ত দেহ উদ্ধার! কুলতলিতে তরুণীর মৃত্যু ঘিরে রহস্য, তদন্তে নেমেছে পুলিশ

Last Updated:

South 24 Parganas News: শ্বশুরবাড়িতে রহস্যজনকভাবে পুত্রবধূর মৃত্যু। ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল তরুণীর দেহ। কুলতলি থানা এলাকা ছড়িয়েছে চাঞ্চল্য।

কুলতলিতে গৃহবধূর রহস্য মৃত্যু
কুলতলিতে গৃহবধূর রহস্য মৃত্যু
দক্ষিণ ২৪ পরগনা, অর্পণ মণ্ডল: শ্বশুরবাড়িতে রহস্যজনকভাবে পুত্রবধূর মৃত্যু। ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় মহিলার দেহ।
দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকার নাপিতখালি গ্রামে শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এক গৃহবধূর দেহ। জানা যাচ্ছে, মৃত মহিলার নাম অর্পিতা হালদার। বকুলতলা থানা এলাকার ভবানীমারিতে নিহত মহিলার বাপের বাড়ি। বছর চারেক আগে নন্দ হালদারের সঙ্গে বিয়ে হয়েছিল অর্পিতার। তাদের দুই বছরের একটি কন্যা সন্তানও রয়েছে।
অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী–স্ত্রীর সম্পর্কে নানান কারণে অশান্তি লেগেই ছিল। এরই মধ্যে প্রতিবেশী যুবক সুব্রত সরদারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অর্পিতা। বিষয়টি জানাজানি হতেই অশান্তি আরও বেড়ে যায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মৃত্যুর পরও বেঁচে থাকা যায়! অপরের জীবন বাঁচানোর মহৎ উদ্দেশ্যে মরণোত্তর অঙ্গদান পুরুলিয়ার দম্পতির
এক মাস আগে অশান্তির জেরে বাড়ি ছেড়ে বেরিয়ে যান অর্পিতা। তার খোঁজে বাপের বাড়ি ও শ্বশুরবাড়ির লোকজন বহু ছোটাছুটি করেন। শেষ পর্যন্ত ওড়িশার একটি এলাকা থেকে তাকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনেন পরিবারের লোকজন। মাত্র এক সপ্তাহ আগেই শ্বশুরবাড়িতে ফিরেছিলেন তিনি। মঙ্গলবার সকালে উদ্ধার হল গৃহবধূর দেহ।
advertisement
আরও পড়ুনঃ পরিবেশ রক্ষার নেশায় মত্ত স্কুল শিক্ষক! মেদিনীপুরের ‘সবুজ স্যারের’ অবাক করা কর্মকাণ্ড, বেতনের টাকাতেই সবুজ বাঁচাও অভিযান
ঘরের মধ্যে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার ছোট মেয়ে। চিৎকার করে ওঠে সে। চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের লোকজন। দ্রুত অর্পিতাকে উদ্ধার করে কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্তে মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসবে বলে জানিয়েছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: শ্বশুরবাড়ি থেকে পুত্রবধূর ঝুলন্ত দেহ উদ্ধার! কুলতলিতে তরুণীর মৃত্যু ঘিরে রহস্য, তদন্তে নেমেছে পুলিশ
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement