South 24 Parganas News: রাস্তা গিলে খাচ্ছে পুকুর...! এত বড় ফাটল, আতঙ্কে ঘুম উড়ছে বাসিন্দাদের, জানেন কোথায়

Last Updated:

South 24 Parganas News: রাস্তায় ফাটল, ঘটছে দুর্ঘটনা, দুশ্চিন্তায় এলাকার মানুষ। রাস্তায় একটি পুকুরপাড়ে বড়সড় ফাটল ধরায় দুশ্চিন্তায় পড়েছে এলাকার মানুষ।

+
রাস্তায়

রাস্তায় ফাটল

বারুইপুর: বারুইপুরে রাস্তায় ফাটল, ঘটছে দুর্ঘটনা, দুশ্চিন্তায় এলাকার মানুষ। বারুইপুরের মদারাট পঞ্চায়েত মাঝেরহাট থেকে সীতাকুন্ডু যাওযার রাস্তায় একটি পুকুরপাড়ে বড়সড় ফাটল ধরায় দুশ্চিন্তায় পড়েছে এলাকার মানুষ। প্রায় দু’সপ্তাহ আগে রাস্তার এই ফাটল লক্ষ্য করে এলাকার মানুষ, স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন সরকারি দফতরের জানালেও এখনও পর্যন্ত রাস্তা সংস্কারে হাত পড়েনি।
এদিকে যত দিন যাচ্ছে ততই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ওই রাস্তার ফাটল বেড়ে যাওয়ায় দুশ্চিন্তা বাড়ছে এলাকার মানুষের। কয়েকদিন আগে এই রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে বলেও তারা জানান। গুরুত্বপূর্ণ এই রাস্তার মাঝখানে পিচ ধ্বসে যায় যার ফলে বড় ফাটল তৈরি হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে যাতায়াতকারী মধ্যে। ফাটলটি যদি সংস্কার না করে তাহলে ধীরে ধীরে এই ফাটলটি আরও বড় আকার নেবে যার কারণে এই ফাটল থেকে কোন গাড়ির চাকা এই ফাটলের মধ্যে ঢুকে যেতে পারে বলে পথচারীরা মনে করছেন।
advertisement
advertisement
অসতর্কভাবে কেউ ওই জায়গা দিয়ে গেলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি জীবনহানিও ঘটতে পারে এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। রাতের দিকে ভুল করে ফাটলের জায়গায় গাড়ি ঢুকে পড়লে বড়সড় বিপত্তিও ঘটতে পারে। স্থানীয় এবং পথচলতি মানুষ জানান, অবিলম্বে রাস্তাটির মেরামত করা হোক।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, রাস্তার এই ফাটলের খবর তাদের কাছে এসে পৌঁছেছে। তারা জানিয়েছেন, যত সম্ভব তাড়াতাড়ি এই রাস্তা মেরামত করে সাধারণ মানুষের জন্য ব্যবহারযোগ্য করে দেওয়া হবে।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: রাস্তা গিলে খাচ্ছে পুকুর...! এত বড় ফাটল, আতঙ্কে ঘুম উড়ছে বাসিন্দাদের, জানেন কোথায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement