Baruipur Super Speciality Hospital: মোটা টাকা খরচের দিন শেষ! এবার বারুইপুর হাসপাতালে পুলিশ মর্গ, আবেদন স্বাস্থ্য দফতরে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Baruipur Super Speciality Hospital: বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পুলিশ মর্গ চালুর জন্য আবেদন স্বাস্থ্য দফতরে
দক্ষিণ ২৪ পরগনা: এবার বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পুলিশ মর্গ চালুর জন্য আবেদন করা হল স্বাস্থ্য দফতরে। মূলত বারুইপুর হাসপাতালে পুলিশ মর্গ না থাকায় মৃতদের পরিবারের লোকজনকে গাঁটের কড়ি খরচ করে কলকাতার কাঁটাপুকুরে পুলিশ মর্গে যেতে হয়।
পাশাপাশি, অনেক সময়ে ময়নাতদন্তের রিপোর্ট থানায় আসতে দেরি হয়ে যায়। বারুইপুর ও ক্যানিং হাসপাতালে পুলিশ মর্গ চালু হলে এই সমস্যার সমাধান হবে। এই হাসপাতালের সুপার ডঃ ধীরাজ রায় বলেন, পুলিশ মর্গের জন্য জায়গা পরিদর্শনও হয়ে গিয়েছে। সব কাগজপত্র জমাও পড়েছে স্বাস্থ্য দফতরে। বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ঠিক পাশের জায়গা পুলিশ মর্গের জন্য চিহ্নিত হয়েছে।
advertisement
advertisement
দক্ষিণ ২৪ পরগনার এই হাসপাতালের উপরে নির্ভরশীল সুন্দরবনের কুলতলি, মৈপীঠ থেকে শুরু করে জয়নগর, বিষ্ণুপুর, বারুইপুর, মগরাহাট এলাকার লোকজন। অন্যদিকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্ত্রী বিভাগের আউটডোর সংলগ্ন জায়গায় দুটি ঘর পুলিশ মর্গের জন্য বাছা হয়েছে। কিন্তু কয়েক মাস ধরে চিকিৎসকের অভাবে সেটি চালু করা যায়নি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকের এই সমস্যা তাড়াতাড়ি মিটে যাবে। এই হাসপাতালের উপরে ক্যানিং, সুন্দরবনের গোসাবা, বাসন্তীর মানুষ নির্ভরশীল। তাই যত তাড়াতাড়ি পুলিশ মর্গ চালু হলে সমস্যা মিটবে এই সমস্ত এলাকার মানুষদের।
সুমন সাহা
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 04, 2025 3:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Baruipur Super Speciality Hospital: মোটা টাকা খরচের দিন শেষ! এবার বারুইপুর হাসপাতালে পুলিশ মর্গ, আবেদন স্বাস্থ্য দফতরে