৩৩ বছর সাজা খাটার পর কারা বিভাগ নতুন জীবনের সন্ধান দিল প্রৌঢ়কে

Last Updated:

South 24 Parganas News: ৩৩ বছর সাজা খাটার পর দক্ষিণ ২৪ পরগনা কারা বিভাগ নতুন জীবনের সন্ধান দিল পৌড়কে। ১৯ বছর বয়সে খুনের অপরাধে সাজা হয় সুব্রত সরকারের। আর এবার ৩৩ বছর পর তাকে সহায়তা করল দক্ষিণ ২৪ পরগনা কারা বিভাগ। 

+
৩৩

৩৩ বছর সাজা খাটার পর কারা বিভাগ নতুন জীবনের সন্ধান দিল প্রৌঢ়কে

আলিপুর, দক্ষিণ ২৪ পরনগা, নবাব মল্লিক: ৩৩ বছর সাজা খাটার পর দক্ষিণ ২৪ পরগনা কারা বিভাগ নতুন জীবনের সন্ধান দিল প্রৌঢ়কে। ১৯ বছর বয়সে খুনের অপরাধে সাজা হয় সুব্রত সরকারের। আর এবার ৩৩ বছর পর তাকে সহায়তা করল দক্ষিণ ২৪ পরগনা কারা বিভাগ।
একটি খুনের মামলায় ৩৩ বছর সাজা খেটে বেরিয়ে এসে জীবিকার খোঁজ করছিলেন হরিদেবপুরের সুব্রত সরকার। কিন্তু তাঁকে কে কাজ দেবে, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল।
advertisement
অবশেষে সুব্রতবাবুর পাশে এসে দাঁড়াল দক্ষিণ ২৪ পরগনা জেলার কারা বিভাগ। ওই ব্যক্তিকে অটো কেনার জন্য ঋণের ব্যবস্থা থেকে শুরু করে রুট পারমিট পর্যন্ত বের করতে সাহায্য করেছেন কারা দফতরের আধিকারিকরা।
advertisement
সেই নতুন অটোতেই যাত্রী তুলে ফের নতুন করে একবার জীবন শুরু করেছেন ওই প্রৌঢ়। এ নিয়ে সুব্রতবাবু সরকারি আধিকারিক ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর মতো আরও অন্যান্য ব্যক্তিরা যার দীর্ঘদিন পর বের হবেন তাদের পাশে এসে দাঁড়াতে অনুরোধ করেছেন তিনি।
খুনের অভিযোগ ওঠার পর কিশোর বয়সেই আদালতের রায়ে তাঁর ঠিকানা হয় প্রেসিডেন্সি সংশোধনাগার। তিন দশকেরও বেশি সময় পর ছাড়া পেয়েছেন তিনি। সুব্রতবাবুর পরিবারে এখন আর কেউ নেই।
advertisement
পেট চালাতে পুরনো জীবন ভুলে নতুন করে সব কিছু শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু তাকে আর কে কাজ দেবে। এই কথা জানতে পারে জেলা কারা বিভাগের প্রভিশন ও আফটার কেয়ারের আধিকারিক মনোজকুমার রায়।
advertisement
এরপর জেলা প্রশাসনের সহযোগিতায় শুরু হয় নতুন লড়াই। তাঁর জন্য কী ধরনের কাজের ব্যবস্থা করা যায়, তা নিয়েই চলছিল খোঁজখবর। অবশেষে তাঁরা জানতে পারেন, সুব্রতবাবু গাড়ি চালাতে পারেন। প্রশাসন এরপর ঠিক করে, তাঁকে অটো কেনার ব্যবস্থা করে দেওয়া হবে।
জীবনের শেষ লগ্নে এসে আবারও জীবনকে নতুন করে শুরু করতে পেরে খুবই খুশি সুব্রতবাবু। অপরাধ থেকে সকলকে দূরে থাকার পরামর্শ ও দিয়েছেন তিনি। এখন শুরু তাঁর নতুন জীবনের লড়াই। আর সেই লড়াইয়ে সঙ্গী হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৩৩ বছর সাজা খাটার পর কারা বিভাগ নতুন জীবনের সন্ধান দিল প্রৌঢ়কে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গে দুর্যোগ চলবে ! কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের? জেনে নিন
উত্তরবঙ্গে দুর্যোগ চলবে ! কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের? জেনে নিন
  • উত্তরবঙ্গে দুর্যোগ চলবে !

  • কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement