জম্মুর আকাশে ফের ড্রোন ! তবে এবার আশার আলো

Last Updated:

চারদিক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া এই প্রত্যন্ত গ্রামে ভারতীয় সেনা ড্রোন ব্যবহার করে পৌঁছে দিল খাদ্য, জল, ওষুধ এবং প্রয়োজনীয় সামগ্রী।

News18
News18
সাহ্নিক ঘোষ, কলকাতা: জম্মুর কাঠুয়া জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চিল্লা গ্রামের মানুষের জন্য আকাশপথে পৌঁছে গেল জীবনের ভরসা। চারদিক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া এই প্রত্যন্ত গ্রামে ভারতীয় সেনা ড্রোন ব্যবহার করে পৌঁছে দিল খাদ্য, জল, ওষুধ এবং প্রয়োজনীয় সামগ্রী।
উঝ নদীর তীরে অবস্থিত চিল্লা গ্রামের সঙ্গে বহুদিন ধরেই রাস্তা ও সেতুর যোগাযোগ ছিন্ন। নদীর তাণ্ডবে সেতু ভেঙে পড়ায় এবং কাদা ও ধ্বংসস্তূপ জমে যাওয়ায় প্রচলিত রাস্তায় যাওয়া সম্ভব হয়নি। প্রায় ২০ দিন ধরে ১৬টি পরিবার বাইরের জগতের সঙ্গে সংযোগ হারিয়ে বিপদসঙ্কুল অবস্থায় দিন কাটাচ্ছিল। এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের অনুরোধে সেনার গুর্জ ডিভিশন তৎপর হয় এবং বিশেষ ড্রোনের মাধ্যমে ত্রাণ পৌঁছানোর সিদ্ধান্ত নেয়।
advertisement
advertisement
৭ সেপ্টেম্বর বিকেল থেকে নদীর পশ্চিম পাড়ের প্লাল গ্রাম থেকে সেনারা ড্রোন চালিয়ে খাদ্যসামগ্রী পাঠানো শুরু করে। প্রথম দিন রাত পর্যন্ত ১৫০ কেজি চাল, ডাল, লবণ, চিনি, তেল এবং প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী পৌঁছানো হয়। পরের দিন সকালে ফের অভিযান শুরু হয় এবং আরও ১৫০ কেজি সরঞ্জাম পাঠানো হয়। সব মিলিয়ে ৩০০ কেজি খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছায় দুর্গত গ্রামে। দীর্ঘ প্রতীক্ষার পর ত্রাণসামগ্রী হাতে পেয়ে স্বস্তি ও কৃতজ্ঞতায় ভরে ওঠেন গ্রামের মানুষ।
advertisement
ভারতীয় সেনা জানিয়েছে, বন্যার পর থেকে রাইজিং স্টার কর্পসের সেনারা সমগ্র অঞ্চলে ব্যাপক ত্রাণ ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। জলবন্দি মানুষকে উদ্ধারের পাশাপাশি গ্রামে গ্রামে খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়া, চিকিৎসা শিবিরের আয়োজন, এমনকি ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট পুনর্গঠনের কাজেও সক্রিয় ভূমিকা নিচ্ছে সেনারা। মাঠে এখনও একাধিক কলাম মোতায়েন রয়েছে, যাতে নতুন কোনও বিপর্যয় দেখা দিলে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।
advertisement
চিল্লা গ্রামে ড্রোনের মাধ্যমে খাদ্য ও ওষুধ পৌঁছানো শুধু দুর্গতদের জীবনরক্ষাই নয়, তাদের মনে নতুন আশার আলো জ্বালিয়েছে। জম্মুর আকাশে তাই এবার ড্রোন মানে ভয়ের প্রতীক নয়, বরং সহায়তা ও মানবিকতার বার্তা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জম্মুর আকাশে ফের ড্রোন ! তবে এবার আশার আলো
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement