Mamata Banerjee: তিন দিনের উত্তরবঙ্গ সফরে মমতা, পুজোর মুখে এই সফরে মুখ্যমন্ত্রীর কী কী কর্মসূচি রয়েছে, জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
উত্তরবঙ্গের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে জলপাইগুড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ, মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে বিশেষ বিমানে বাগডোগড়ার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, শিলিগুড়ি: তিন দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল, বুধবার জলপাইগুড়ি জেলায় সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়িতে আদিবাসীদের জমির পাট্টা দেবেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে জলপাইগুড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ, মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে বিশেষ বিমানে বাগডোগড়ার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আজ, মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দুপুর ৩টেয় নামবেন বাগডোগরা বিমানবন্দরে। সেখান থেকে সড়ক পথে উত্তরকন্যা। থাকবেন ‘কন্যাশ্রী’ ভবনে। আগামিকাল, বুধবার জলপাইগুড়িতে সরকারি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সড়কপথে উত্তরকন্যা থেকে যাবেন জলপাইগুড়ি। কর্মসূচি শেষে আবার ফিরে আসবেন ‘কন্যাশ্রী’ ভবনে। এরপর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ফিরবেন কলকাতায়।
advertisement
advertisement
এদিকে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে শিলিগুড়ি সেজে উঠেছে। ফ্লেক্স, কাট আউটে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে সেজে উঠছে শহর।
এদিকে ছাত্র-যুবদের বিক্ষোভে উত্তাল নেপাল। শুধু রাজধানী কাঠমান্ডু নয়, বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে দেশের অন্যত্রও। বাদ যায়নি সে দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির গ্রামও। তাঁর পৈতৃক বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি করেন বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ। সোমবার রাত পর্যন্ত পুলিশের গুলিতে নিহতের সংখ্যা ১৯। আহত ২৫০- এর বেশি। সমাজমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে রবিবার থেকেই বিক্ষোভের আগুন পুঞ্জীভূত হতে থাকে। সোমবার সকাল থেকে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। অগ্নিগর্ভ নেপালের পরিস্থিতির মধ্যেই পদত্যাগ করেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 09, 2025 9:36 AM IST