Mamata Banerjee: তিন দিনের উত্তরবঙ্গ সফরে মমতা, পুজোর মুখে এই সফরে মুখ্যমন্ত্রীর কী কী কর্মসূচি রয়েছে, জেনে নিন

Last Updated:

উত্তরবঙ্গের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে জলপাইগুড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ, মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে বিশেষ বিমানে বাগডোগড়ার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

তিন দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী (File Photo)
তিন দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী (File Photo)
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, শিলিগুড়ি: তিন দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল, বুধবার জলপাইগুড়ি জেলায় সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়িতে আদিবাসীদের জমির পাট্টা দেবেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে জলপাইগুড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ, মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে বিশেষ বিমানে বাগডোগড়ার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আজ, মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দুপুর ৩টেয় নামবেন বাগডোগরা বিমানবন্দরে। সেখান থেকে সড়ক পথে উত্তরকন্যা। থাকবেন ‘কন্যাশ্রী’ ভবনে। আগামিকাল, বুধবার জলপাইগুড়িতে সরকারি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সড়কপথে উত্তরকন্যা থেকে যাবেন জলপাইগুড়ি। কর্মসূচি শেষে আবার ফিরে আসবেন ‘কন্যাশ্রী’ ভবনে। এরপর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ফিরবেন কলকাতায়।
advertisement
advertisement
এদিকে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে শিলিগুড়ি সেজে উঠেছে। ফ্লেক্স, কাট আউটে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে সেজে উঠছে শহর।
এদিকে ছাত্র-যুবদের বিক্ষোভে উত্তাল নেপাল। শুধু রাজধানী কাঠমান্ডু নয়, বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে দেশের অন্যত্রও। বাদ যায়নি সে দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির গ্রামও। তাঁর পৈতৃক বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি করেন বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ। সোমবার রাত পর্যন্ত পুলিশের গুলিতে নিহতের সংখ্যা ১৯। আহত ২৫০- এর বেশি। সমাজমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে রবিবার থেকেই বিক্ষোভের আগুন পুঞ্জীভূত হতে থাকে। সোমবার সকাল থেকে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। অগ্নিগর্ভ নেপালের পরিস্থিতির মধ্যেই পদত্যাগ করেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: তিন দিনের উত্তরবঙ্গ সফরে মমতা, পুজোর মুখে এই সফরে মুখ্যমন্ত্রীর কী কী কর্মসূচি রয়েছে, জেনে নিন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement