South 24 Parganas News: মিটারের পর মিটার হেঁটে রোজ করতে হচ্ছে যাতায়ত, সাত বছর ধরে সংস্কারের দিকে নজরই নেই প্রশাসনের
- Published by:Salmali Das
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
আছে খেয়াঘাট, কিন্তু সেই খেয়াঘাটের বেহাল রাস্তা থাকায় অসুবিধায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি মথুরাপুর ২ নং ব্লকের কনকনদিঘির। স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েতের আগে দ্রুত এই রাস্তা সারানোর দাবি তুলেছেন।
কনকনদিঘি: আছে খেয়াঘাট, কিন্তু সেই খেয়াঘাটের বেহাল রাস্তা থাকায় অসুবিধায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি মথুরাপুর ২ নং ব্লকের কনকনদিঘির। স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েতের আগে দ্রুত এই রাস্তা সারানোর দাবি তুলেছেন।
গুরুত্বপূর্ণ এই খেয়াঘাট দিয়ে কুলতলি ব্লকের মইপিঠ ও জয়নগর ২ নং ব্লকের চুপড়িঝাড়ায় যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু খেয়াঘাটের কনকনদিঘি অংশের সংযোগকারি রাস্তা বেহাল থাকায় অসুবিধায় পড়েন তাঁরা। প্রায় ৭ বছর ধরে এই সমস্যা চলে আসছে সেখানে।
advertisement
রাস্তার অবস্থা এতটাই খারাপ যে, নৌকা থেকে নামার পর প্রায় ৭০০ মিটার হেঁটে আসতে হয় সকলকে। বাইক বা সাইকেল নিয়েও সেই রাস্তা দিয়ে যাতায়াত করা খুবই বিপজ্জনক বলে মনে করেন স্থানীয়রা। রাস্তার সর্বত্রই ইঁটের টুকরো উঠে আছে।
advertisement
এ নিয়ে খেয়া দিয়ে পারাপার করা এক নিত্যযাত্রী দীপক মন্ডল জানান, ‘গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে আসতে খুবই ভয় হয়। সন্ধ্যার পর আরও অসুবিধা হয় সকলের। তখন দূর্ঘটনা ঘটার ভয়ে সহজে কেউ এই রাস্তা দিয়ে আসতেই চাননা।
এই রাস্তা সংস্কার হলে খুবই ভালো হয় বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে কনকনদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি গোবিন্দ কর জানান, খেয়া ঘাটটিকে সংস্কার করা হয়েছিল। তবে রাস্তাটি সত্যিই বেহাল অবস্থায় আছে। রাস্তাটি সারাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2023 9:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মিটারের পর মিটার হেঁটে রোজ করতে হচ্ছে যাতায়ত, সাত বছর ধরে সংস্কারের দিকে নজরই নেই প্রশাসনের