মেলেনি নেশার টাকা! তা না পেয়েই বাবাকে কোপাল ছেলে! হাড়হিম করা ঘটনা ডায়মন্ড হারবারে

Last Updated:

ছেলের হাতে খুন হলেন বাবা। শনিবার রাতে এ নিয়ে চাঞ্চল্য ছড়াল  দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার শুকদেবপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম হরেন্দ্রনাথ বৈদ্য। শুকদেবপুরের ওই বাসিন্দাকে খুনের অভিযোগে পুত্র সুপ্রিয় বৈদ্যকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত সুপ্রিয়। নেশা করার জন্য বাবার কাছ থেকে টাকা চাইতেন। এ নিয়ে বাড়িতে প্রায়শই অশান্তি হত। শনিবার রাতেও এমন ঘটনা ঘটেছিল। প্রতিবেশীরা জানাচ্ছেন, শনিবার বাবার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন সুপ্রিয়।

প্রতিকি ছবি 
প্রতিকি ছবি 
ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: ছেলের হাতে খুন হলেন বাবা। শনিবার রাতে এ নিয়ে চাঞ্চল্য ছড়াল  দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার শুকদেবপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম হরেন্দ্রনাথ বৈদ্য। শুকদেবপুরের ওই বাসিন্দাকে খুনের অভিযোগে পুত্র সুপ্রিয় বৈদ্যকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত সুপ্রিয়। নেশা করার জন্য বাবার কাছ থেকে টাকা চাইতেন। এ নিয়ে বাড়িতে প্রায়শই অশান্তি হত। শনিবার রাতেও এমন ঘটনা ঘটেছিল। প্রতিবেশীরা জানাচ্ছেন, শনিবার বাবার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন সুপ্রিয়।
কিন্তু হরেন্দ্রনাথ আর একটা টাকা দিতেও অস্বীকার করেন। তিনি জানতেন, টাকা নিয়ে আবার নেশাদ্রব্য কিনবেন ছেলে। টাকা না দেওয়ায় বাবা-ছেলের মধ্যে তুমুল বচসা হয়। অভিযোগ, তখনই ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবার মাথা ও শরীরে কোপ মারেন ছেলে। গুরুতর জখম হয়ে হরেন্দ্রনাথ বাড়ির উঠোনেই লুটিয়ে পড়েন।
advertisement
advertisement
বাবাকে খুনের পরে কিছু ক্ষণ গ্রামে এদিক-ওদিক ঘুরে বেড়ান ছেলে। বাড়িতে কেবল বাবা-ছেলেই থাকতেন। তাই প্রথমে খুনের কথা কেউ টের পাননি। তবে প্রতিবেশীরা খোঁজখবর নিতে গিয়ে রক্তাক্ত অবস্থায় হরেন্দ্রনাথকে উদ্ধার করেন। গভীর রাতে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়। রক্তাক্ত অবস্থায় হরেন্দ্রনাথকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মেলেনি নেশার টাকা! তা না পেয়েই বাবাকে কোপাল ছেলে! হাড়হিম করা ঘটনা ডায়মন্ড হারবারে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement