গেরুয়া মুছে এই একুশেই সবুজ আবির উড়বে, বর্ধমানে বললেন সোহম

Last Updated:

একান্ত সাক্ষাৎকারে নিউজ এইট্টিন বাংলায় এই মন্তব্য করলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি সোহম।

#বর্ধমান: 'বিজেপি কৃষক বিরোধী কৃষকের হত্যাকারী তাদের মুখে কৃষক দরদি কথা মানায় না।' বর্ধমান এ বিজেপির পাল্টা রোড করতে এসে একান্ত সাক্ষাৎকারে নিউজ এইট্টিন বাংলায় এই মন্তব্য করলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি সোহম।
গতকাল বর্ধমানের বিরহাটা থেকে কার্জন গেট পর্যন্ত  ৭০০ মিটার রোড শো করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপিন আড্ডা সেই রোড শো এ উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কৈলাশ বিজয়বর্গীয়, রাহুল সিনহার মতো নেতারা সেই রোড ২৪ঘন্টার মধ্যেই বর্ধমানের টাউন হল থেকে কলেজ মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রোড শো হয় ।
advertisement
এ দিনের রোড শো-এ উপস্থিত থেকে সোহম বলেন, 'বিজেপির নেতাদের মুখে কৃষকদের কথা মানায় না। ওরা কৃষক হত্যাকারী শ্রমিক হত্যাকারী দীর্ঘদিন ধরে দিল্লিতে কৃষি আইন বাতিলের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন কৃষকরা অথচ সে ব্যাপারে কোনও ভ্রুক্ষেপ নেই বিজেপির এখানে তারা কৃষক দের বাড়িতে ধান সংগ্রহের উন্নয়নে ভোটের রাজনীতি করছেন।'
advertisement
হুডখোলা গাড়িতে ওই পথ প্রদক্ষিণ করার সময়ে সোহম বলেন,'গতকাল নাড্ডার রোড শো-এ লোক এসেছিল ভিন্ন ভিন্ন রাজ্য থেকে।  এখানকার বাসিন্দাদের উপস্থিতি ছিল না। আজ পূর্ব বর্ধমান জেলার বাসিন্দাদের আবেগ আমাদের এই রোড শোকে ঘিরে প্রত্যক্ষ করা যাচ্ছে। তাই এটুকু বলতে পারি বিজেপির গান আমার এখান থেকেই করে দিয়েছি।'
advertisement
একসময়ের লাল দুর্গ বর্ধমান সময়ের ব্যবধানে সবুজ হয়েছে গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি রোড সখিরে শহর গেরুয়া রঙের উঠেছিল এ ব্যাপারে প্রশ্ন করা হলো তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি বলেন, 'আজকের জনজোয়ার সব উত্তর পরিষ্কার ভাড়াটে সৈনিক দিয়ে যেমন খুশি রং করানো যায় কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যে রঙ ছড়ায় তা আজ এখানে ধরা পড়ছে এই বলে দিচ্ছে বর্ধমানের নীল আকাশে এই ২০২১ এ ফের সবুজ আবির উড়বে।'
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গেরুয়া মুছে এই একুশেই সবুজ আবির উড়বে, বর্ধমানে বললেন সোহম
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement