নাটকের মাধ্যমে সমাজ সচেতনতা বাঁকুড়ার গ্রামে! অভিনব উদ্যোগ
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Drama- এখনও নাটক এবং যাত্রার মাধ্যমে বাঁকুড়ার গ্রামীন এলাকায় চলছে লোকশিক্ষা।
বাঁকুড়া: পণ প্রথার বিরুদ্ধে সামাজিক নাটক মঞ্চস্থ হল ছাতনায়। অনেক মানুষ বর্তমানে আধুনিক হলেও এখনও সমাজে নানা কুপ্রথা থেকে নিজেদের মুক্ত করতে পারেনি। তেমনই পণপ্রথা একটি দীর্ঘদিনের কুপ্রথা। এই প্রথার জেরেই অনেক ক্ষেত্রে মহিলারা স্বামীর গৃহে নির্যাতিতা হন।
বর্তমানে এই কুপ্রথা রোধ করতে কঠোর আইন বলবৎ হলেও এখনও গ্রাম হোক বা শহরে, প্রায়ই পণপ্রথার শিকারে নারী নির্যাতনের কথা শোনা যায়। এই কুপ্রথা রোধ করতে গেলে আরও সচেতনতার প্রয়োজন। তাই পণপ্রথার মতো এই সামাজিক ব্যাধি সমাজ থেকে নির্মূল করার জন্য নাটকের আয়োজন করল ছাতনার দুবরাজপুর সর্ব ষোলআনা কমিটি।
আরও পড়ুন- বাবার বকুনি খেয়ে ছেলে যে কাজ করল…! ঘণ্টার পর ঘণ্টা এলাকায় হুলুস্থুল কাণ্ড!
বিমল বন্দোপাধ্যায় রচিত ‘সত্যম শিবম সুন্দরম’ একাঙ্ক নাটকটিতে অভিনয় করেন দুবরাজপুর গ্রামের প্রদীপ চক্রবর্তী, প্রলয় চক্রবর্তী, সুদীপ চক্রবর্তী, জগন্নাথ চ্যাটার্জী, সুকান্ত চক্রবর্তী, জীবন বক্সী ও রাহুল গোস্বামী। এই একাঙ্ক নাটকটি নির্দেশনা করেন স্মরজিৎ মুখার্জি। মঞ্চসজ্জা জীবন বক্সী এবং রুপসজ্জায় ছিলেন দিব্যেন্দু কর্মকার। কলাকুশলীদের মনোমুগ্ধকর অভিনয় নজর কাড়ে সকলের।
advertisement
advertisement
কমিটির সম্পাদক গৌতম ব্যানার্জি জানান, ‘মানুষকে আরও সচেতন করতে ও পণ প্রথার বিরুদ্ধে সোচ্চার হতে এই ধরনের সামাজিক নাটক মঞ্চস্থ করা প্রয়োজন’। যাত্রা নাটক অভিনয় লোকশিক্ষার প্রসার করে। আর গ্রামাঞ্চলে মানুষের বিনোদনের অভাব রয়েছে। এখনও জনপ্রিয়তা রয়েছে যাত্রা নাটক এবং অভিনয়ের। তাই সেই সকল জিনিসগুলিকে হাতিয়ার করে সমাজের ব্যাধি দূরীকরণে এগিয়ে আসছে গ্রামীণ ক্লাব গুলি। তেমনই চিত্র ধরা পড়ল বাঁকুড়ার ছাতনায়।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 09, 2024 6:52 PM IST