ক্লাস চলছিল স্কুলে, হঠাৎ 'হিসহিস করে' উঠল বিষাক্ত সাপ! আতঙ্কে হুলস্থুল কাণ্ড...সোদপুরে,তার পর যা হল!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Snake In Classroom: সোদপুরের মহেন্দ্রনগর প্রাথমিক বিদ্যালয়ে বিষধর চন্দ্রবোড়া সাপ ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়াল স্কুল চত্বরে। হঠাৎ ক্লাস চলাকালীন সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা।
সুবীর দে,সোদপুর: ক্লাস চলছিল। হঠাৎ হিসহিস শব্দ, ঘরের মধ্যে ওটা কী কিলবিল করছে! সঙ্গে সঙ্গে হুলস্থুল কাণ্ড। সাপ সাপ করে চিৎকার! সোদপুরের মহেন্দ্রনগর প্রাথমিক বিদ্যালয়ে বিষধর চন্দ্রবোড়া সাপ ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়াল স্কুল চত্বরে। হঠাৎ ক্লাস চলাকালীন সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা। মুহূর্তের মধ্যে স্কুলে হুলস্থুল পড়ে যায়।
পানিহাটী পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই বিদ্যালয়ের পেছনেই রয়েছে ঘন জঙ্গল, যা দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, এই জঙ্গলেই বহুদিন ধরে সাপের অবাধ চলাফেরা রয়েছে। এবার সেই জঙ্গল থেকেই বিষধর চন্দ্রবোড়া সাপ স্কুলের মধ্যে ঢুকে পড়ে।
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাপ উদ্ধারকারী দল। তারা সাপটিকে উদ্ধার করে ও ছাত্রছাত্রীদের আতঙ্ক কাটাতে সচেতনতামূলক বার্তা দেয়। তবে এই ঘটনায় চিন্তিত অভিভাবকরাও।
স্থানীয় কাউন্সিলর স্বপন কুন্ডু জানান, স্কুল লাগোয়া এই জমি ব্যক্তি মালিকানাধীন। জমির মালিককে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে। দ্রুত জঙ্গল পরিষ্কার করে সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 01, 2025 10:58 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ক্লাস চলছিল স্কুলে, হঠাৎ 'হিসহিস করে' উঠল বিষাক্ত সাপ! আতঙ্কে হুলস্থুল কাণ্ড...সোদপুরে,তার পর যা হল!