Snake Bite: বিষাক্ত সাপ কামড়ালে এই একটি ভুল কখনই করবেন না! নিজের মৃত্যু দিয়ে বুঝিয়ে গেলেন বর্ধমানের যুবক! কী ঘটল জানেন?

Last Updated:

Snake Bite: ঘুমন্ত অবস্থায় সাপে ছোবল মারে স্বামীকে। তীব্র দংশনে ঘুম ভেঙে যায় তার। সেই যুবককে তড়িঘড়ি হাসপাতালে না নিয়ে গিয়ে নিয়ে যাওয়া হল ঠাকুরস্হানে ওঝার কাছে।

(প্রতীকী ছবি)
(প্রতীকী ছবি)
বর্ধমান: অন্যান্য দিনের মতো রাতে ঘরে শুয়েছিলেন স্বামী স্ত্রী। সঙ্গে ছিল এক শিশুও। ঘুমন্ত অবস্থায় সাপে ছোবল মারে স্বামীকে। তীব্র দংশনে ঘুম ভেঙে যায় তার। সেই যুবককে তড়িঘড়ি হাসপাতালে না নিয়ে গিয়ে নিয়ে যাওয়া হল ঠাকুরস্হানে ওঝার কাছে। ওঝার ঝাড়ফুঁকের মাঝে নেতিয়ে পড়েন তিনি।
সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পূর্ব বর্ধমানের আউশগ্রামে এই ঘটনা ঘটেছে। অনেকেই বলছেন, ওঝার কাছে না নিয়ে গিয়ে সময় থাকতে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে হয়তো প্রাণে বাঁচতেন ওই যুবক।
সাপের কামড়ে জখম যুবককে হাসপাতালের বদলে নিয়ে যাওয়া হল ওঝার কাছে।
advertisement
আরও পড়ুন: সুন্দরী ভ্লগার জ্যোতি আলি হাসানকে লিখেছিলেন ‘পাকিস্তানে বিয়ে করব’! এই আলি কে জানেন? চাঞ্চল্যকর তথ্য
চিকিৎসায় দেরি হওয়ায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। মৃতের নাম সময় মুর্মু। বাড়ি পূর্ব বর্ধমানের আউশগ্রামের সোমাইপুর গ্রামে। সে ও তাঁর স্ত্রী বিছানায় ঘুমিয়েছিলেন। সঙ্গে ছিলেন সময়ের ভাইপো। মধ্যরাতে ঘুমন্ত সময়কে ছোবল মারে বিষধর।
advertisement
সাপে কামড়ের পর হাসপাতালে নয়, পরিবার পরিজন প্রথমে নিয়ে যায় ওঝার কাছে। শুরু  হয় ওঝার ঝাড়ফুঁক। ঘণ্টা খানেকের তুকতাক শেষে যখন সাপে কাটা সময় মুর্ম (৩৩) ধীরে ধীরে নিস্তেজ হতে শুরু করে তখন ওঝা হাত তুলে দেয়।
আরও পড়ুন: কলকাতা শহরে কি গোপনে কিছু ঘটছে? এজেসি বোস রোড ফ্লাইওভারের কাছে যা মিলল, শিউরে উঠল পুলিশও
তখন তিনি রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু ততক্ষণে সব শেষ। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সময় মুর্মুকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের দাদা সুকন মুর্মু বলেন, ‘মঙ্গলবার  রাত একটার সময় ভাইকে ঘরের মধ্যে সাপে কামড়ায়। সময়ের বাঁ হাতে সাপে দংশন করে। তারপর ভাইয়ের কথামত গাড়ি করে তারা মঙ্গলকোট থানার গণপুর গ্রামে ওঝার কাছে যান। সেখানে ওঝা বিভিন্ন গাছের শিকড় বেঁটে সময়কে খেতে দেয়। কিন্তু সময় এতটাই নিস্তেজ হয়ে পড়েন যে তিনি আর ওসব জড়িবুটি খেতে পারেননি। তখন ওঝার তাদের বলে হাসপাতাল নিয়ে যেতে। আমরা রাত আড়াইটা নাগাদ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাইকে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক ভাইকে দেখে বলে দেন সে আর বেঁচে নেই।’ মৃতের এক প্রতিবেশী গৌতম রায় বলেন, ‘প্রথমেই ওঝার কাছে নিয়ে গিয়ে সময় নষ্ট না করে হাসপাতালে নিয়ে গেলে হয়তো সময়কে হয়তো বাঁচানো যেত।’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Snake Bite: বিষাক্ত সাপ কামড়ালে এই একটি ভুল কখনই করবেন না! নিজের মৃত্যু দিয়ে বুঝিয়ে গেলেন বর্ধমানের যুবক! কী ঘটল জানেন?
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement