Snake Bite: কুসংস্কারের বলি! হাসপাতালের বদলে ওঝায় আস্থা, ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহিলা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Snake Bite: দুপুরে পুকুরে স্নান করতে গিয়েছিলেন ওই মহিলা। সেখানেই তাঁকে সাপে কাটে। স্নান সেরে পরিবারের সদস্যদের বিষয়টা জানান তিনি। কিন্তু পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে না নিয়ে গিয়ে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়
দক্ষিণ ২৪ পরগনা: সাপে কাটা নিয়ে কুসংস্করের বলি হলেন এক মহিলা। শত প্রচার, সচেতনতা বৃদ্ধি সত্ত্বেও চিকিৎসকের বদলে সাপে কাটা রোগীকে ওঝার কাছে নিয়ে গিয়ে মূল্যবান সময় নষ্ট করেন পরিজনরা। আর তাতেই চিকিৎসার অভাবে কুলতলিতে মৃত্যু হল সইদা শেখের (৬৪)।
বৃহস্পতিবার বিকেলে এই চঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুলতলি থানার অন্তর্গত মেরিগঞ্জে। দুপুরে পুকুরে স্নান করতে গিয়েছিলেন ওই মহিলা। সেখানেই তাঁকে সাপে কাটে। স্নান সেরে পরিবারের সদস্যদের বিষয়টা জানান তিনি। কিন্তু পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে না নিয়ে গিয়ে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। সেখানে প্রায় ঘণ্টা দেড়েক ঝাড়ফুঁক চলে। কিন্তু স্বাভাবিকভাবেই তাতে কোনও ফর হয়নি। জানা গিয়েছে, ওই ওঝা গাছ-গাছালি বেটে তার রস খাইয়েছিলেন সইদা শেখ’কে। কিন্তু ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে।
advertisement
advertisement
শেষে পরিস্থিতি বেগতিক বুঝে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে বলেন ঐ ওঝা। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। পরিবারের সদস্যরা ওই মহিলাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা দেন। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়। ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা ফের একবার বুঝিয়ে দিল, সুন্দরবন এলাকায় এখনও সাপে কাটা নিয়ে প্রচলিত কুসংস্কারেই ভরসা রাখছেন বাসিন্দাদের একাংশ।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 02, 2024 3:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Snake Bite: কুসংস্কারের বলি! হাসপাতালের বদলে ওঝায় আস্থা, ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহিলা