এক মিটার দূরত্বে কী আছে! জানতে পারা যাবে এই চশমার মাধ্যমে

Last Updated:

Smart Glass: কলেজের ছাত্র অর্ক বিশ্বাস মাত্র ২০০ থেকে ৩০০ টাকা দামের মধ্যেই বানিয়ে ফেললেন এই স্মার্ট চশমা।

+
নদিয়ার

নদিয়ার কলেজ ছাত্র দৃষ্টিহীন মানুষদের জন্য স্বল্প খরচে বানালেন স্মার্ট চশমা

নদিয়া: মাত্র এক মিটার দূরত্বে কোনো কিছু থাকলেই জানতে পারা যাবে চশমার মাধ্যমে। চশমায় লাগানোর সাইরেন জানিয়ে দেবে চশমা পরিহিত ওই ব্যক্তিকে। চশমায় লাগানো রয়েছে সেন্সর, মাইক্রো স্পিকার, ব্যাটারি এবং আরো অনেক যন্ত্রাংশ।
মোট কথায় বলা যেতে পারে একটি স্মার্ট গ্লাস। যা সাহায্য করবে পথ চলতে দৃষ্টিহীন কিংবা ক্ষীণ দৃষ্টি মানুষদের। এমনই এক স্মার্ট গ্লাস স্বল্প দামে তৈরি করে তাক লাগিয়ে দিলেন নদিয়ার মাজদিয়ার কলেজের ছাত্র অর্ক বিশ্বাস।
যদিও এই ধরনের চশমা নতুন নয়, বাজারে বর্তমানে বিভিন্ন নামিদামি কোম্পানির স্মার্ট গ্লাস বেরিয়ে গিয়েছে। তবে এই স্মার্ট গ্লাস অন্যান্য নামিদামি কোম্পানি স্মার্ট গ্লাসের থেকে দাম খুবই কম।
advertisement
advertisement
আরও পড়ুন- ক্লাসে পড়তে পড়তেই বারবার উপরে তাকাচ্ছে ছাত্রছাত্রীরা! ভয়ঙ্কর বিপদের আশঙ্কা
২০০ থেকে ৩০০ টাকার মধ্যে এই চশমা পাওয়া যাবে। বাজারে যেখানে হাজার হাজার টাকা মূল্যের স্মার্ট গ্লাস পাওয়া যাচ্ছে সেখানে মাজদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী কলেজের ছাত্র অর্ক বিশ্বাস মাত্র ২০০ থেকে ৩০০ টাকা দামের মধ্যেই বানিয়ে ফেললেন দৃষ্টিহীন কিংবা ক্ষীণ দৃষ্টি মানুষদের জন্য স্মার্ট গ্লাস।
advertisement
অর্ক জানান, কলেজের এনএসএস ইউনিটের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন প্রতিবন্ধী ক্যাম্পে ঘোরার সময় তিনি দেখেন, অন্যান্য শারীরিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে সহযোগী যন্ত্র থাকলেও দৃষ্টিহীনদের জন্য সেই রকম কোনও যন্ত্র নেই। আর থাকলেও তা ব্যয়বহুল। তার পরেই দৃষ্টিহীনদের জন্য স্মার্ট চশমা তৈরির করার ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করেন অর্ক।
এছাড়াও অর্ক জানান, স্থানীয় মাজদিয়া বাজার থেকে একটি বিশেষ সেন্সর খুঁজে পান তিনি, যার দাম মাত্র ৫৫ টাকা। তার সঙ্গে ১০ টাকার মাইক্রো স্পিকার, ১৫ টাকার ব্যাটারি, ২৫ টাকার চার্জিং ডিভাইস ও অন্যান্য জিনিস মিলিয়ে ১৫ টাকা লাগে। আর সানগ্লাসের দাম ৮০ টাকা।
advertisement
আরও পড়ুন- শালবনীর জঙ্গলে মাটি খুঁড়ে উদ্ধার ভয়ঙ্কর জিনিস, এলাকা থমথমে
এই সব সামগ্রী দিয়েই তৈরি হয়েছে ওই স্মার্ট চশমা। অর্ক বলেন, ‘‘এক বার চার্জ দিলে অন্তত ৬ ঘন্টা চালু থাকবে চশমাটি। ভবিষ্যতে এই স্মার্ট চশমার সঙ্গে জিপিএস, মোটর স্পিকার যুক্ত করে এই চশমাকে আরও বেশি স্মার্ট করতে চাই। যাতে সহজেই গন্তব্যে পৌঁছতে পারেন প্রতিবন্ধী ব্যক্তি।’’
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এক মিটার দূরত্বে কী আছে! জানতে পারা যাবে এই চশমার মাধ্যমে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement