শালবনীর জঙ্গলে মাটি খুঁড়ে উদ্ধার ভয়ঙ্কর জিনিস, এলাকা থমথমে

Last Updated:

Salboni: শালবনী থানার আইসি'র নেতৃত্বে জঙ্গলের মধ্যে এক জায়গার মাটি খুঁড়ে যা উদ্ধার হল, সবাই অবাক।

উদ্ধার হওয়া মৃতদেহ 
উদ্ধার হওয়া মৃতদেহ 
পশ্চিম মেদিনীপুর : শালবনীর আঁধারমারা এলাকায় জঙ্গল থেকে মাটি খুঁড়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করল শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্ট।
বুধবার বেলা আড়াইটা নাগাদ শালবনীর বিডিও প্রণয় দাস এবং শালবনী থানার আইসি গোপাল বিশ্বাসের উপস্থিতিতে এই মৃতদেহ উদ্ধার করা হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় বলে শালবনী থানা ও পিড়াকাটা পুলিশ পোস্ট সূত্রে জানা গেছে।
আরও পড়ুন- হৃদরোগ থেকে শুরু করে মাইগ্রেন! আর কোন কোন সমস্যার সমাধান করে আঙুর
পুলিশ সূত্রে এও জানা গেছে, বুধবার সকালে স্থানীয়রা ওই জঙ্গল রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ অনুভব করেন। তারপরই তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সেখানে উপস্থিত হয় পিড়াকাটা পুলিশ পোস্ট ও শালবনী থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছান শালবনী ব্লকের বিডিও প্রণয় দাসও।
advertisement
advertisement
এরপর শালবনী থানার আইসি'র নেতৃত্বে জঙ্গলের মধ্যে এক জায়গার মাটি খুঁড়ে মধ্যবয়স্ক এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার করা হয়। দেহের মধ্যে কোনো পোশাক আশাক ছিলোনা বলে জানা গেছে।
তবে, এখনও অবধি ওই ব্যক্তির নাম পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি বলে পুলিশ সূত্রে বিকেল সাড়ে তিনটা নাগাদ জানা গেছে। ইতিমধ্যে দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে।
advertisement
আরও পড়ুন- হঠাৎ সংশোধনাগারে অসুস্থ জিতেন্দ্র তিওয়ারি, আনা হল হাসপাতালে!
ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ বোঝা সম্ভব হবে বলে শালবনী থানার তরফে জানানো হয়েছে। তবে, ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে। এদিকে ঘটনা ঘিরে এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।
Sovon Das
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শালবনীর জঙ্গলে মাটি খুঁড়ে উদ্ধার ভয়ঙ্কর জিনিস, এলাকা থমথমে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement