Indian Railway: রেল যাত্রীদের দেওয়া হয় স্বাস্থ্যকর খাবার! ‘ইট রাইট স্টেশন’ সার্টিফিকেশন পেল রাজ্যের ৬ স্টেশন, বড় সাফল্য

Last Updated:

Indian Railway: পশ্চিমবঙ্গের ছয়টি স্টেশনের এফএসএসএআই-এর ‘ইট রাইট স্টেশন’ মর্যাদা অর্জন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের

News18
News18
পশ্চিমবঙ্গে অবস্থিত উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের ছয়টি স্টেশন ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) থেকে মর্যাদাপূর্ণ ‘ইট রাইট স্টেশন’ সার্টিফিকেশন পেয়েছে। এই স্বীকৃতিটি তার নেটওয়ার্ক জুড়ে যাত্রীদের জন্য সুরক্ষা, স্বাস্থ্যকর এবং উচ্চ-মানের খাদ্য পরিষেবা নিশ্চিত করার জন্য এই ডিভিশনের অব্যাহত প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।
​এই সার্টিফিকেশন ০৪ ডিসেম্বর ২০২৫ থেকে ০৩ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত দুই বছরের জন্য প্রদান করা হয়েছে। ‘ইট রাইট ইন্ডিয়া’ উদ্যোগের অধীনে এফএসএসএআই কর্তৃক নির্ধারিত কঠোর নির্দেশিকা ও মানদণ্ড সফলভাবে পূরণ করার পর এই স্টেশনগুলোকে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। এই মূল্যায়নে খাদ্য পরিচালনার পদ্ধতি, স্বাস্থ্যবিধি মান, বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা এবং স্টেশন চৌহদের সামগ্রিক পরিস্কার-পরিচ্ছন্নতা অন্তর্ভুক্ত ছিল।
advertisement
advertisement
যেসব স্টেশন ইট রাইট স্টেশনের মর্যাদা অর্জন করেছে সেগুলি হ’ল জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি রোড, বিন্নাগুড়ি এবং ধুপগুড়ী, আলিপুরদুয়ার জেলার ফালাকাটা, কোচবিহার জেলার দিনহাটা এবং নিউ কোচবিহার। এই প্রত্যেকটি স্টেশন খাদ্য সুরক্ষা পরিপালন, পরিকাঠামোগত প্রস্তুতি, পর্যবেক্ষণ ব্যবস্থা এবং উচ্চ মান বজায় রাখার জন্য ক্যাটারিং ও কমার্চিয়েল কর্মীদের প্রদত্ত প্রশিক্ষণের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি প্রদর্শন করেছে।
advertisement
এই স্বীকৃতি পশ্চিমবঙ্গের এই অঞ্চলের জনগণদের জন্য অত্যন্ত উপকারী হবে, কারণ এর ফলে রেল স্টেশনগুলিতে নিরাপদ ও স্বাস্থ্যকর খাবারের বিকল্প নিশ্চিত হবে এবং খাদ্যজনিত রোগের প্রত্যাহ্বান হ্রাস পাবে। এই সার্টিফিকেশন স্থানীয় বিক্রেতাদের উন্নত পদ্ধতি গ্রহণে আরও উৎসাহিত করে, যা তাদের ব্যবসার সম্ভাবনা বাড়ায় এবং একই সাথে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করে। সামগ্রিকভাবে, এই ‘ইট রাইট স্টেশনগুলি’ জনস্বাস্থ্যকে শক্তিশালী করতে এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার জন্য একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে।
advertisement
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন,  উন্নত সুযোগ-সুবিধা এবং উন্নত পরিষেবা প্রদানের মাধ্যমে যাত্রী কল্যাণকে অগ্রাধিকার দিয়ে চলেছে। এই ধরনের সাফল্যগুলি খাদ্য সুরক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নের জন্য রাষ্ট্রীয় লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে-এর স্টেশনগুলিতে একটি পরিস্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর এবং যাত্রী-বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য তাদের অঙ্গীকারকে তুলে ধরে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railway: রেল যাত্রীদের দেওয়া হয় স্বাস্থ্যকর খাবার! ‘ইট রাইট স্টেশন’ সার্টিফিকেশন পেল রাজ্যের ৬ স্টেশন, বড় সাফল্য
Next Article
advertisement
Saugata Roy Smoking Controversy: সংসদ ভবন চত্বরে সিগারেটে টান সৌগতর, আপত্তি দুই কেন্দ্রীয় মন্ত্রীর! নিজের যুক্তিতেই অনড় তৃণমূল সাংসদ
সংসদ ভবন চত্বরে সিগারেটে টান সৌগতর, আপত্তি দুই কেন্দ্রীয় মন্ত্রীর! তবুও অনড় তৃণমূল সাংসদ
  • সংসদ ভবন চত্বরে সৌগতর সিগারেটে টান৷

  • আপত্তি জানালেন দুই কেন্দ্রীয় মন্ত্রী৷

  • নিজের যুক্তিতে অনড় তৃণমূল সাংসদ৷

VIEW MORE
advertisement
advertisement