Shivraj Patil: প্রয়াত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল! মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর, ২৬/১১-ই ছিল জীবনের বিতর্কিত অধ্যায়

Last Updated:

Shivraj Patil: প্রয়াত কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল৷ শুক্রবার মহারাষ্ট্রের লাটুরে নিজের বাড়িতেই শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন তিনি৷

প্রয়াত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবারাজ পাটিল! মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর, ২৬/১১-ই ছিল জীবনের বিতর্কিত অধ্যায়
প্রয়াত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবারাজ পাটিল! মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর, ২৬/১১-ই ছিল জীবনের বিতর্কিত অধ্যায়
মুম্বই: প্রয়াত কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল৷ শুক্রবার মহারাষ্ট্রের লাটুরে নিজের বাড়িতেই শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন তিনি৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর৷ কংগ্রেস আমলে ২৬/১১ মুম্বই সন্ত্রাসী হামলার সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন৷ এই ঘটনার পরপরই মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেছিলেন তিনি৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধি-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব৷
শিবাজী পাটিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘‘শ্রী শিবরাজ পাটিল জি-র প্রয়াণে আমি শোকাহত। তিনি একজন অভিজ্ঞ নেতা ছিলেন৷ পাশাপাশি দীর্ঘ সময় ধরে বিধায়ক, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, মহারাষ্ট্রে বিধানসভার স্পিকার এবং লোকসভা স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সমাজের কল্যাণে অবদান রাখতে খুবই আগ্রহী ছিলেন। আমি তার সঙ্গে বহুবার কথা বলেছি, সর্বশেষ কয়েক মাস আগে তিনি আমার বাসভবনে এসেছিলেন। এই দুঃখের সময়ে আমার চিন্তা তার পরিবারের সঙ্গে আছে। ওম শান্তি,’’৷
advertisement
শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
advertisement
রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুও তাঁর প্রয়াণে শোক প্রকাশ করে লিখেছেন, ‘‘বর্ষীয়ান রাজনৈতিক নেতা শ্রী শিবারাজ পাটিল জি-র প্রয়াণের ফলে আমরা একজন বিশিষ্ট জননেতাকে হারালাম। দীর্ঘ জনজীবনে তিনি লোকসভা স্পিকার, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যপাল এবং দীর্ঘদিনের সংসদ সদস্য-সহ বহু গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তার পরিবার, শুভানুধ্যায়ী ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।
advertisement
বিশিষ্ট কংগ্রেস নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ রাহুল গান্ধি লিখেছেন, ‘‘কংগ্রেসের বর্ষীয়ান নেতা, প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রাক্তন লোকসভা স্পিকার ‘শ্রী শিবারাজ পাটিল জি-র প্রয়াণের খবর অত্যন্ত হৃদয়বিদারক। ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন। শোকস্তব্ধ পরিবার ও শুভানুধ্যায়ী সকলের প্রতি আমার গভীর সমবেদনা। শ্রী পাটিল জি প্রতিরক্ষা মন্ত্রণালয়-সহ বহু গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব কাঁধে নিয়েছিলেন এবং দশকের পর দশক জনসেবা করেছেন। তার চলে যাওয়া কংগ্রেস পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।’’
advertisement
প্রদেশ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে লিখেছেন, “প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রাক্তন লোকসভা স্পিকার এবং বর্ষীয়ান কংগ্রেস নেতা শ্রী শিবারাজ পাটিলের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তিনি একজন সম্মানিত সিনিয়র সহকর্মী ছিলেন, যার সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ও অনেক স্মৃতি রয়েছে। একজন মহান রাষ্ট্রনায়ক হিসেবে, শ্রী পাটিল দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও সংসদীয় দায়িত্ব পালন করেছেন এবং ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।”
advertisement
১৯৩৫ সালের ১২ অক্টোবর মহারাষ্ট্রের লাটুরে জন্ম শিবারাজ পাটিলের। তিনি ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক এবং মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়ার পর সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন৷ বর্ষীয়ান কংগ্রেস নেতা ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ইউপিএ সরকারের আমলে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, যার পরে তিনি পদত্যাগপত্র জমা দেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Shivraj Patil: প্রয়াত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল! মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর, ২৬/১১-ই ছিল জীবনের বিতর্কিত অধ্যায়
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement