SIR নথি খুঁজতে গিয়েই, কুড়ি বছরের হারানো মেয়েকে খুঁজে পেলেন দত্তপুকুরের এক মা, কী ভাবে? শুনলে চোখ কপালে উঠবে!
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
SIR: এসআইআর নিয়ে রাজ্য জুড়ে তৎপরতার মধ্যেই এবার নজরে এল এক আশ্চর্য ঘটনা। এসআইআর-এর নথি খুঁজতে গিয়েই, ২০ বছর ধরে নিখোঁজ হারানো মেয়ের সন্ধান পেলেন দত্তপুকুরের এক মা, কল্যাণী অধিকারী।
উত্তর ২৪ পরগনা: এসআইআর নিয়ে রাজ্য জুড়ে তৎপরতার মধ্যেই এবার নজরে এল এক আশ্চর্য ঘটনা। এসআইআর-এর নথি খুঁজতে গিয়েই, ২০ বছর ধরে নিখোঁজ হারানো মেয়ের সন্ধান পেলেন দত্তপুকুরের এক মা, কল্যাণী অধিকারী।
উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার কোটরা এলাকার বাসিন্দা কল্যাণী অধিকারী কুড়ি বছর আগে মেয়ে ও জামাইকে নিয়ে দমদমে মেয়ের শ্বশুরবাড়ির কাছেই ভাড়া থাকতেন। পরে আর্থিক সমস্যার কারণে তিনি দত্তপুকুরে বাপের বাড়িতে ফিরে আসেন। সেই থেকেই মেয়ের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
advertisement
advertisement
দীর্ঘ দুই দশক দমদম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মেয়ের খোঁজ করেছেন তিনি, কিন্তু কোনও খোঁজ পাননি। মাঝে গিয়েছে করোনা মহামারী, মেয়ের জন্য তাই বারংবার কেঁদে উঠেছে এই অসহায় মায়ের প্রাণ। ঠাকুরবাড়ি থেকে প্রশাসনের দরজায়ও ঘুরেছেন, তবে তেমন কোন লাভ হয়নি। শেষমেশ আশ্রয় নেন দত্তপুকুরের নাকশা কালীমন্দিরে।
advertisement
এর মধ্যেই এসআইআর চালু হওয়ায়, নিজের নথিপত্রের খোঁজেই আবার দমদমে যান এই মেয়ে হারা মা। আর সেখানেই ঘটে অবিশ্বাস্য ঘটনা, রাস্তায় দেখা হয়ে যায় তাঁর জামাইয়ের সঙ্গে। জামাই তাঁকে সরাসরি বাড়িতে নিয়ে গেলে ২০ বছর পর মুখোমুখি হন মা ও মেয়ে। আবেগে ভেসে ওঠে দুই পরিবারই।
মেয়ে ও জামাই সযত্নে তুলে রাখা কল্যাণী দেবীর ভোটার কার্ড, রেশন কার্ড-সহ সমস্ত নথিপত্র তাঁর হাতে তুলে দেন। কুড়ি বছর পর মেয়েকে ফিরে পেয়ে নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানিয়েছেন কল্যাণী দেবী। এ যেন হাজার কাগুজে জটিলতার মাঝেও এক হৃদয় ছোঁয়া আনন্দের খবর।
advertisement
রুদ্র নারায়ণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2025 9:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SIR নথি খুঁজতে গিয়েই, কুড়ি বছরের হারানো মেয়েকে খুঁজে পেলেন দত্তপুকুরের এক মা, কী ভাবে? শুনলে চোখ কপালে উঠবে!
