আজ থেকেই সচল আলুর পাইকারি ব্যবসা! বাজারে মিলবে সিঙ্গুরের আলু

Last Updated:

Potato price- আজ সকাল থেকেই সিঙ্গুর রতনপুরের সমস্ত আলুর কোলেস্টোরেজে পাইকারি একেবারেই সচল হয়েছে। বাজারে যাতে আলুর সংকট মোচন যায় তাই নিয়ে উদ্যত প্রগতিশীল আলু ব্যবসায়ী।

+
আলুর

আলুর ছবি

হুগলি: মঙ্গলবার বর্ধমানের বৈঠকে আলু সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সরকারি চাপে ব্যবসায়ীরা ধর্মঘট থেকে সরে এলেও বাজারে আলুর দাম চড়া। ৩৪-৩৬ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে জ্যোতি আলু। চন্দ্রমুখী ৪০-৪২ টাকা।
আজ সকাল থেকেই সিঙ্গুর রতনপুরের সমস্ত আলুর কোলেস্টোরেজে পাইকারি একেবারেই সচল হয়েছে। বাজারে যাতে আলুর সংকট মোচন যায় তাই নিয়ে উদ্যত প্রগতিশীল আলু ব্যবসায়ী।
আরও পড়ুন- সবার কাছে তিনি প্রাণের মানুনষ! জেলা জুড়ে তিনি ‌যেন গরীবের ভগবান! চেনেন এই মানুষটিকে?
কর্মবিরতি প্রত্যাহার হলেও কেন দাম কমল না আলুর? খুচরো ব্যবসায়ীদের দাবী বেশি দামে কিনতে হচ্ছে তাই এখনও বাজারে দাম ঊর্ধ্বমুখী। আলু সরবরাহ বন্ধ থাকবে ঘোষণা হতেই আলুর দাম কিলো প্রতি দু টাকা বাড়িয়ে দিয়েছিল ব্যবসায়ীরা। সেই দাম এখনই কমবে না বলে মনে করছেন খুচরো বিক্রেতারা। স্বভাবতই দাম বেশি থাকায় সমস্যায় পড়তে হচ্ছে ক্রেতাদের।
advertisement
advertisement
শীত কালীন সব্জির দাম এখনো নাগালে আসেনি তার মধ্যে আলুর দাম বেশি থাকায় কাঁচা আনাজ কিনতে বাজেটে টান পরছে মধ্যবিত্তের।এই বিষয়ে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় জানিয়েছেন সাধারন মানুষের কথা ভেবে তারা কর্মবিরতি প্রত্যাহার করে আলু সরবরাহ স্বাভাবিক করছেন। হিমঘর আলুর আরত গুলো থেকে বস্তা লোড করে আজ রাতেই বাজারে পৌঁছাবে আলু।
advertisement
আরও পড়ুন- ঝড়ের বেগে চলছে গাড়ি! রাস্তায় অন্ধকারে হঠাৎ সামনে ওটা কী? ভয়ে কাঁটা যাত্রীরা
পাইকারী আলু ২৬ টাকা কিলো দরে সরবরাহ হবে।সেই আলু ৩০-৩২ টাকায় বিক্রি হলে ঠিক। ৩৪-৩৫ টাকা নিলে তা বেশি। খুচরো বিক্রেতাদের দাবী প্রতি বস্তায় চার পাঁচ কিলো আলু বাদ দিতে হয়।বাছাই করা আলুর দাম তাই বেশি নিতে হয়।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আজ থেকেই সচল আলুর পাইকারি ব্যবসা! বাজারে মিলবে সিঙ্গুরের আলু
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement