​সিঙ্গুরে নতুন আশা, চাষযোগ্য জমিতে ২০ জুন থেকে সীমানা নির্ধারণ

Last Updated:

​সিঙ্গুরে নতুন আশা, চাষযোগ্য জমিতে ২০ জুন থেকে সীমানা নির্ধারণ

#সিঙ্গুর: সিঙ্গুরে জোরকদমে চলছে চাষিদের জমি ফেরানোর কাজ। আগামী ২০ জুন থেকেই প্রকল্প এলাকায় জমির সীমানা নির্ধারনের কাজ শুরু হবে। এরপরই তা তুলে দেওয়া হবে চাষিদের হাতে।
সিঙ্গুরের প্রকল্প এলাকায় এখন চূড়ান্ত ব্যস্ততা। একশো দিনের NREGA প্রকল্পের আওতায় জঙ্গল কেটে ইট, পাথর সরানোর কাজ চলছে জোরকদমে।
জমিকে চাষযোগ্য করার পরই আগামী ২০ জুন থেকে শুরু হবে এলাকায় জমির সীমানা নির্ধারনের কাজ। বেড়াবেড়ি, গোপালনগর, কেজিডি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে এই সংক্রান্ত প্রচার অভিযান শুরু করেছে প্রশাসন।
advertisement
আরও পড়ুন 
advertisement
২০১৬ সালের সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের কৃষকদের হাতে জমির দলিল তুলে দিয়েছিলেন। শুরু হয়েছিল প্রকল্প এলাকায় কৃষিকাজ। কিন্তু জমির সীমানা নির্ধারণ না হওয়ায় কৃষিকাজ মাঝপথে বন্ধ হয়ে যায়। প্রশাসনের উদ্যোগে সীমানা নির্ধারণ হওয়ায় এবার আশার আলো দেখছেন কৃষকরা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
​সিঙ্গুরে নতুন আশা, চাষযোগ্য জমিতে ২০ জুন থেকে সীমানা নির্ধারণ
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement