South 24 Parganas News: পলি জমে চলাচলের অসুবিধা ,চন্দনপিড়ির খেয়াঘাটের সমস্যা সমাধানের দাবি এলাকাবাসীর

Last Updated:

নামখানার চন্দন পিড়ি খেয়াঘাটেনদীতে পলি পড়ে যাওয়ার কারণে ঘাট সম্পুর্ন ভাবে ঢেকে গিয়েছে। প্রতিনিয়ত কাদা পাড়িয়ে এসে ধরতে হচ্ছে ফেরি নৌকা।

+
চন্দনপিড়ি

চন্দনপিড়ি খেয়াঘাট 

নামখানা: ঘাটে জমেছে পলি, যার ফলে কাদা পাড়িয়ে পারাপার করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে নামখানা ব্লকের অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের চন্দন পিড়ি খেয়াঘাটে।বর্তমানে নদীতে পলি পড়ে যাওয়ার কারণে ঘাট সম্পুর্ন ভাবে ঢেকে গিয়েছে পলিতে। প্রতিনিয়ত কাদা পাড়িয়ে এসে ধরতে হচ্ছে ফেরি নৌকা। যার ফলে চরম সমস্যায় পড়েছে গোটা গ্রামের মানুষ। রাত হলেই বাড়ে দুর্ভোগ। অভিযোগ বারে বারে প্রশাসনকে জানিয়েও কোন কাজ হয়নি।
দীর্ঘ দিন পলি না কাটায় পলি ঢেকে গিয়েছে গোটা ঘাট চত্বরে। যার ফলে প্রতিদিন এক হাঁটু কাদা পাড়িয়ে নদী পারাপার করতে হয় নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়াদের। হরিপুর গ্রাম পঞ্চায়েতের দুটি গ্রাম চন্দনপিড়ি ও অপর দিকে হরিপুর গ্রাম, মাঝে বয়ে গিয়েছে সুন্দরিকা দোয়ানিয়া নদী।
advertisement
advertisement
প্রতিনিয়ত নদীতে পলি পড়ে যাওয়ার জন্য চন্দনপিড়ি দিকে ঘাটিটি ঢেকে গিয়েছে। মাঝে মধ্যে পলি কাটা হলেও আবারও পলিতে ঢাকা পড়ে যায়। প্রতিদিন প্রায় হাজারের বেশী মানুষের যাতায়াত এই পথ দিয়ে। গ্রাম বাসীদের অভিযোগ গুরুত্বপূর্ণ এই ফেরি সার্ভিস দিয়ে চলাচল করতে বিভিন্ন সময় ঘটছে দূর্ঘটনা। স্কুল পড়ুয়াদের স্কুলে যেতে হয়ে এই পথ দিয়ে।
advertisement
বারে বারে প্রশাসন কে জানিয়েও কোন কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। নিজেরাই কয়েক বার পলি কেটে ঘাট পরিস্কার করলেও কয়েক দিন গেলেই আবার আগের পরিস্থিতি হয়ে যায়। এই পরিস্থিতিতে প্রশাসনের হস্তক্ষেপ চাইছে চন্দনপিড়ি এলাকার মানুষজনেরা। এই বিষয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের সহ-সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি জানান, হরিপুরে এই সমস্যা টা রয়েছে তবে খুব তাড়াতাড়ি ওই খানে জেটি ও বার্জ করা পরিকল্পনা নেওয়া হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
খুব তাড়াতাড়ি তা কাজ শুরু হবে। এরপর এই সমস্যার সমাধান বলে মনে করছেন সকলেই‌।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: পলি জমে চলাচলের অসুবিধা ,চন্দনপিড়ির খেয়াঘাটের সমস্যা সমাধানের দাবি এলাকাবাসীর
Next Article
advertisement
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের, খোলা মনে আলোচনায় বসার পরামর্শ রাজ্যকে
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের
  • কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনওদিনই কমবে না। চিংড়িহাটা মেট্রো প্রকল্প সংক্রান্ত মামলায় এমনটাই মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের। একইসঙ্গে রাজ্যকে খোলা মনে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে আদালত

VIEW MORE
advertisement
advertisement