Sikkim Land Slide: বরফ দেখতে যাওয়াই কাল হল, সিকিমে তুষারধসে মৃত্যু রামনগরের প্রীতমের! কী ঘটেছিল সেদিন?
- Published by:Suman Biswas
Last Updated:
Sikkim Land Slide: সিকিমে তুষারধসে প্রাণ গেল রামনগরের যুবকের।
রামনগর: সিকিমে তুষারধসে প্রাণ গেল রামনগরের যুবকের। গত মঙ্গলবার পূর্ব সিকিমের তুষার ধসে ইতিমধ্যে ৭জন পর্যটকের মৃত্যু হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ২জন। সেই দুজনের মধ্যে ছিলেন রামনগর থানার সাগরেশ্বর এলাকায় বাসিন্দা প্রীতম মাইতি। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ব্লকের সাগরেশ্বর গ্রামে প্রীতম মাইতির বাড়ি। ব্যবসার সূত্রে কলকাতার মানিকতলা বাগমারিতে থাকত সে।
তুষার ধসে মৃত্যুতে প্রীতমের পরিবারে এখন শুধুই শূন্যতা। বাড়ির অন্যতম উপার্জনক্ষম সন্তানের মৃত্যু। কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা সহ গোটা পরিবার। বাড়ির ছেলেকে কেড়ে নিল তুষার ধস। উৎসাহের সঙ্গে বরফ দেখতে যাওয়াটাই কাল হল। পরিবার সূত্রে খবর, প্রীতম মাইতির বয়স মাত্র ৩৮ বছর। ইলেকট্রনিকস গুডসের ব্যবসা রয়েছে তাঁর। সেই সূত্রেই কলকাতার মানিকতলার বাগমারিতে থাকতেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: 'এই নামগুলো দেখলেই বুঝবেন ভবিষ্যতে কী হবে', নিয়োগ দুর্নীতিতে বিরাট খোঁজ ইডির! এবার শিকড়ে টান?
এরই মধ্যে বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন সিকিমে। বরফ পড়ার খবর পেয়ে তাঁরা ছুটে গিয়েছিলেন সিকিমের ১৭ মাইল এলাকায়। অনেকেই রাস্তার ধারে বরফ নিয়ে খেলছিলেন। কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় বরফের পরিমাণ বেশি ছিল। সেই লোভটা আর সামলাতে পারেননি তাঁরা। কিন্তু আচমকাই তুষার ধস। উপর থেকে ক্রমাগত নামতে থাকে বরফ।
advertisement
ইতিমধ্যে তাঁর বাড়িতে খবর এসে পৌঁছেছে। শোকে ভেঙে পড়েছেন তাঁর বাড়ির লোকজন। তাঁর একটি ছয় বছরের সন্তান রয়েছে। বৃহস্পতিবার মৃতদেহ পৌঁছানোর কথা বাড়িতে। অকালে ঝরে গেল একটি প্রাণ। শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।
advertisement
------পঙ্কজ দাশরথী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 06, 2023 2:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sikkim Land Slide: বরফ দেখতে যাওয়াই কাল হল, সিকিমে তুষারধসে মৃত্যু রামনগরের প্রীতমের! কী ঘটেছিল সেদিন?