Tarapith: বীরভূমের তারাপীঠ মন্দিরে পুজো দিলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল মন্দির চত্বর
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Tarapith : সাধক বামদেবের অন্যতম তীর্থভূমি বীরভূমের তারাপীঠ মা তারার মন্দির। প্রত্যেকদিন এই মা তারার মন্দির দর্শনের জন্য প্রায় হাজার হাজার পর্যটকদের ভিড় জমে।
বীরভূম,সৌভিক রায় : সাধক বামদেবের অন্যতম তীর্থভূমি বীরভূমের তারাপীঠ মা তারার মন্দির। প্রত্যেকদিন এই মা তারার মন্দির দর্শনের জন্য প্রায় হাজার হাজার পর্যটকদের ভিড় জমে। শুধু সাধারণ মানুষ নয়, বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা বীরভূমের তারাপীঠ মা তারার মন্দির পুজো দেওয়ার জন্য ছুটে আসেন।
এদিন বীরভূমের তারাপীঠ মন্দিরে মা তারার পূজো দিলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। দুপুর বারোটা নাগাদ তারাপীঠ মন্দিরে এসে উপস্থিত হন সিকিমের মুখ্যমন্ত্রী। তার পর বিভিন্ন ধরনের ফল, মিষ্টি সঙ্গে ডালা ভর্তি ফুল নিয়ে মা তারার গর্ভগৃহে প্রবেশ করেন এবং মা তারার পুজো দেন। যেহেতু পার্শ্ববর্তী রাজ্য সিকিমের মুখ্যমন্ত্রী তারাপীঠ মন্দিরে পুজো দেন তাই তারাপীঠ মন্দির চত্বর পুরো পুলিশি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়।
advertisement
তারাপীঠ মন্দির চত্বরে কোনও ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিক দিয়েও পুলিশ প্রশাসনের পাশাপাশি মন্দির কমিটিও সজাগ ছিলেন। নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে তারাপীঠ মন্দিরে খোদ উপস্থিত ছিলেন রামপুরহাট এসডিপিও। উল্লেখ্য, বীরভূমের এক অন্যতম তন্ত্রপীঠ ও সিদ্ধপীঠ হচ্ছে বীরভূমের তারাপীঠ। সাধক বামদেব সিদ্ধি লাভ করেছিলেন তারাপীঠে, এমনই বিশ্বাস ভক্তদের। তাই দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এই তারাপীঠ মন্দির এবং মা তারার পুজো দেন।
advertisement
advertisement
আরও পড়ুন- কড়কড়ে নোট দিতে হবে না, গান শোনালেই মিলবে গরম চা! বীরভূমের জয়দেবের মেলায়…
বিশেষত এই শীতের মরশুমে মা তারার পুজো দেওয়ার পাশাপাশি দূর দূরান্ত থেকে পর্যটকরা ঘুরতেও আসেন তারাপীঠে। উল্লেখ্য, বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন রাজ্যের প্রশাসনিক উচ্চ আধিকারিকের পাশাপাশি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্বরাও তারাপীঠ মন্দিরে আসেন মা তারাকে দর্শন করতে ও মায়ের পুজো দিতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 22, 2026 6:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tarapith: বীরভূমের তারাপীঠ মন্দিরে পুজো দিলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল মন্দির চত্বর










