ইসলামপুরে বহিরাগতরা ঢুকেছিল:শুভেন্দু
Last Updated:
#ঝাড়গ্রাম: বহিরাগত দুষ্কৃতীদের উপরেই ইসলামপুরের ছাত্রমৃত্যুর দায় চাপালেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার ঝাড়গ্রামের দুবরায় নিহত তৃণমূল নেতা চন্দন সরঙ্গির স্মরণসভায় উপস্থিত হন শুভেন্দু। সভামঞ্চ থেকে তিনি বলেন, বিহার থেকে দুষ্কৃতী ভাড়া করে এনে পুলিশের উপর হামলা চালানো হয়। এই দুষ্কৃতীরাই পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে। গাড়ি ভাঙচুর করে। সাধারণ মানুষের উপর গুলি চালায়। ঘটনায় যে পাঁচজন ধরা পড়েছে, তারা সকলেই বিহারের বাসিন্দা। এদিনের সভা থেকে নিহত তৃণমূল নেতার পরিবারকে তিনলক্ষ টাকার আর্থিক সাহায্য করা হয়।
শুভেন্দু অধিকারি বলেন, ‘বহিরাগতরাই খুন করেছে ২ ছাত্রকে ৷ বিহার, ওড়িশা থেকে লোক ঢুকেছে ৷ বাসে আগুন, পুলিশকে মারধর করা হয়েছে ৷ দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব ৷ ’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 28, 2018 7:18 PM IST