Hooghly Tourism: নতুন বছরে বিদেশি পর্যটকদের ভিড় হংসেশ্বরী মন্দিরে ! ভারতীয় সংস্কৃতিতে মুগ্ধ তাঁরা
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Rahi Haldar
Last Updated:
Hooghly Attractions: নতুন বছরে এমনই ছবি ধরা পড়েছে বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে। অস্ট্রেলিয়া আমেরিকা ব্রিটেন থেকে লোকজনরা এসেছেন হংসেশ্বরী মন্দির দেখতে।
রাহী হালদার, হুগলি: পুরনো বছরের অবসান ঘটে শুরু হয়েছে নতুন বছরের পথ চলা। নতুন বছরের প্রথম দিন থেকেই জেলার বিভিন্ন পর্যটন স্থানগুলিতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। তবে বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে শুধু স্থানীয় মানুষ নন, সেখানে ঘুরতে আসছেন বিদেশিরাও। নতুন বছরে এমনই ছবি ধরা পড়েছে বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে। অস্ট্রেলিয়া আমেরিকা ব্রিটেন থেকে লোকজনরা এসেছেন হংসেশ্বরী মন্দির দেখতে।
হুগলি জেলার অন্যতম ঐতিহ্যপূর্ণ পর্যটনকেন্দ্র হয়ে উঠেছে হুগলির বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির। বহু প্রাচীন এই মন্দির দেখার জন্য দূরদূরান্ত থেকে মানুষজন এখানে ছুটে আসেন। সেভাবেই এবার দেশ পেরিয়ে বিদেশের মানুষরাও ভিড় জমাতে শুরু করেছেন এই মন্দির দেখার জন্য। বছরের প্রথম দিনই আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া থেকে বহু মানুষ এসেছিলেন মন্দির দেখতে। এই মন্দির দেখে তাঁরা একেবারে আপ্লুত হয়ে পড়েছেন। একইসঙ্গে ভারতের যে বহু জাতি বহু ধর্মের সংস্কৃতি তা আকৃষ্ট করেছে তাঁদের।
advertisement
আরও পড়ুন : সানাই বাজল বলে! কাটবে আইবুড়ো দশা! ২০২৫-এ বিয়ের যোগ তীব্র এই ৩ রাশির
অস্ট্রেলিয়া থেকে আসা এক পর্যটক পল বলেন, তাঁরা ভারতে এসে পশ্চিমবঙ্গের একটি মন্দির একটি মসজিদ এবং একটি চার্চ তিনটি দর্শন করেছেন। এই সহাবস্থানে তাঁরা মুগ্ধ। এই দৃশ্য ভারতে আসার আগে কোনদিনও তাঁরা দেখতে পাননি, এমনটাই জানিয়েছেন তিনি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 02, 2025 5:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly Tourism: নতুন বছরে বিদেশি পর্যটকদের ভিড় হংসেশ্বরী মন্দিরে ! ভারতীয় সংস্কৃতিতে মুগ্ধ তাঁরা