করোনা রুখতে খন্ডঘোষে দোকান বাজার খোলা নিয়ে বিধিনিষেধ জারি প্রশাসনের

Last Updated:

খণ্ডঘোষ ব্লকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এবার সেই ব্লককেও বিধি নিষেধের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত

#বর্ধমান: এবার খণ্ডঘোষে দোকান বাজার খোলার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করল জেলা প্রশাসন। বর্ধমান, কালনা, কাটোয়া, মেমারি শহর ও ব্যাপকভাবে করোনা আক্রান্ত কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় দোকান বাজার খোলার ক্ষেত্রে আগেই বিধি-নিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। খণ্ডঘোষ ব্লকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এবার সেই ব্লককেও বিধি নিষেধের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ৩১ আগস্ট পর্যন্ত এই বিধি নিষেধ চলবে।
শুধুমাত্র খন্ডঘোষ থানাতেই পুলিশ ও থানার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যরা মিলিয়ে উনত্রিশ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই থানার ভবন খন্ডকোষ বাজার লাগোয়া। থানার মধ্যে উনত্রিশ জন করোনা আক্রান্ত হওয়ার খবর চাউর হতেই খণ্ডঘোষ বাজারে বাসিন্দাদের ভিড় অনেকটাই কমে গিয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, করোনা সংক্রমণ ঠেকাতে বাজারে ভিড় নিয়ন্ত্রণ বিশেষভাবে জরুরি। তা নিশ্চিত করতেই দোকান বাজার খোলার ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
advertisement
জেলা প্রশাসন জানিয়েছে, খণ্ডঘোষের পাইকারি সবজি ও মাছ বাজার ভোর চারটে থেকে সকাল সাতটা পর্যন্ত খোলা থাকবে। সবজি ও মাছ বাজার সকাল সাতটা থেকে বিকাল তিনটে পর্যন্ত খোলা থাকবে। বাকি সব দোকান সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। ফুল ও ফলের বাজার সকাল সাতটা  থেকে বিকাল তিনটা পর্যন্ত খোলা থাকবে। হোটেল ও রেষ্টুরেন্ট সকাল দশটা থেকে তিনটে পর্যন্ত ও সন্ধ্যা ছযটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে। এই সময় মেনে সকলকে দোকান বাজার খোলার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের আধিকারিকরা বলছেন, দোকান বাজার খোলা থাকলেও এই সময় যথা সম্ভব ভিড় এড়িয়ে চলা প্রয়োজন। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে পা না দেওয়াই ভালো। বাইরে বের হল সকলকে অবশ্যই মাস্কে মুখ ঢাকতে হবে।
advertisement
advertisement
Saradindu Ghosh
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
করোনা রুখতে খন্ডঘোষে দোকান বাজার খোলা নিয়ে বিধিনিষেধ জারি প্রশাসনের
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement