Shopkeeper Assaulted By Promoter: দোকান কেড়ে নিয়ে মালিককে মারধর! সোদপুরে প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Shopkeeper Assaulted By Promoter: দোকান দখলের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে! প্রতিবাদ করলে দোকানদারকে ধাক্কা, মারধরের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে।
সুবীর দে, সোদপুর: বেলঘরিয়ার পর ফের প্রতিবাদী আক্রান্ত সোদপুরে।সোদপুরে দোকান দখলের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে! প্রতিবাদ করলে দোকানদারকে ধাক্কা, মারধরের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে। ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা পানিহাটি পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চন্ডীতলা মোড় অঞ্চলে।
আরও পড়ুন- দিদির উপর অত্যাচারের প্রতিবাদ করায় ভয়ঙ্কর পরিণতি মহিলার! ধারাল অস্ত্র দিয়ে কোপানো হল তাঁকে!
দীর্ঘ ২৫ বছরের ছোট্ট দোকান ৩২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভোলা মজুমদারের। দোকানের উপার্জনেই সংসার চালান তিনি। অভিযোগ, হঠাৎই এক প্রোমোটার তাঁকে হুকুম করেন, অবিলম্বে এই জায়গা থেকে দোকান তুলে দিতে হবে। প্রোমোটার তাঁর নিজের জিনিসপত্র রাখতে চেয়ে সেই দোকান ছিনিয়ে নিতে চান বলে অভিযোগ। তার পরিবর্তে অন্য জায়গায় দোকান করে দেওয়ার কথাও বলেন সেই অভিযুক্ত। কিন্তু প্রোমোটার কথা দিয়ে কথা রাখেননি বলে অভিযোগ। দোকানদার ভোলা বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।
advertisement
এর পর আগের জায়গায় ফের দোকান দিয়েছিলেন ভোলা। তার পরেই কেলেঙ্কারি। রবিবার সকালে প্রোমোটার তাঁর দলবল নিয়ে গিয়ে সেই দোকান জবরদস্তি উচ্ছেদ করতে যান বলে অভিযোগ। সেই সময় ভোলাবাধা দিলে ও প্রতিবাদ করলে তাঁকে দোকানে ঢুকে মারধর করা হয় বলে জানান।
advertisement
advertisement
দোকানদারকে মারধরের খবর শুনে ছুটে আসেন এলাকার মানুষ। পরিস্থিতি বুঝে সেই প্রোমোটার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গোটা ঘটনায় আতঙ্কিত দোকানদার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোলা পুলিশ। যদিও, এই বিষয়ে মুখ খুলতে চাননি অভিযুক্ত প্রোমোটার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 29, 2024 11:36 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shopkeeper Assaulted By Promoter: দোকান কেড়ে নিয়ে মালিককে মারধর! সোদপুরে প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ