Massive Fire: ভয়াবহ অগ্নিকাণ্ড! বিধ্বংসী আগুনে পুড়ে ছাই শ্যুটিং স্টুডিও, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

Last Updated:

Massive Fire: দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার অন্তর্গত ম্যাকলিন শুটিংয়ের স্টুডিওতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়া বহু দূর থেকে দেখা গিয়েছে। এরপর গোটা এলাকা ভরে যায় ধোঁয়ায়।

+
স্টুডিওতে

স্টুডিওতে আগুন 

মহেশতলা: দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার অন্তর্গত ম্যাকলিন শুটিংয়ের স্টুডিওতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়া বহু দূর থেকে দেখা গিয়েছে। এরপর গোটা এলাকা ভরে যায় ধোঁয়ায়।
ঘটনার ফলে স্টুডিওর আশেপাশের বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের ৫ টি ইঞ্জিন।
advertisement
এরপর আগুন নেভানোর কাজে হাত লাগায় দমকল কর্মীরা। তাদের সঙ্গে স্থানীয়রাও সাহায্য করে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে।
advertisement
এই ঘটনার জেরে বিষ্ণুপুরের কোনচৌকি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও বেশ কিছু ফায়ার পকেট রয়েছে। আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার পর ক্ষয়ক্ষতির হিসাব করা হবে।
advertisement
এদিকে ঘনবসতিপূর্ণ এলাকায় হঠাৎ এই ঘটনা ঘটায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও ঘটনার পর বিষ্ণুপুর থানার পুলিশ কর্মীরা এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সকলকে আশ্বস্ত করেন। ওই স্টুডিওর অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
নবাব মল্লিক 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Massive Fire: ভয়াবহ অগ্নিকাণ্ড! বিধ্বংসী আগুনে পুড়ে ছাই শ্যুটিং স্টুডিও, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement