Hooghly News: যেন অবিকল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র! দোকানে বসেই মহিষাসুরমর্দিনী পাঠ জুতো বিক্রেতার
- Reported by:Rahi Haldar
- hyperlocal
- Published by:Sanchari Kar
Last Updated:
Hooghly News: অনর্গল গোটা মহিষাসুরমর্দিনী মুখস্থ মুখেই বলেন তিনি। যা শুনলে মনে হয় যেন স্বয়ং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রই মহিষাসুরমর্দিনী পাঠ করছেন।
হুগলি: বাংলার বহুল প্রচলিত প্রবাদ বাক্য ‘জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ’। যার অর্থ সকল কাজে সমান পারদর্শী। আর হুগলি শেওড়াফুলি বাসিন্দা অজয় সাহা সেই প্রবাদকে আক্ষরিক অর্থে সত্যি করেছেন। বছর ৪৮-এর অভয় পেশায় একজন জুতো বিক্রেতা। আর তাঁর নেশা মহিষাসুরমর্দিনী পাঠ করা। অনর্গল গোটা মহিষাসুরমর্দিনী তিনি মুখস্থ মুখেই বলে চলেছেন। যা শুনলে মনে হয় যেন স্বয়ং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রই মহিষাসুরমর্দিনী পাঠ করছেন।
তার এইরকম শখ হওয়ার পিছনে কারণ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রই। ছোট বয়সে বাবার সঙ্গে প্রতি বছর মহালয়ার দিন ভোর বেলায় উঠে রেডিওয় বীরেন্দ্রকৃষ্ণের গলার মহলায়া শুনতেন। তখন থেকেই তাঁর মনে ইচ্ছে জেগেছিল মহালয়া পাঠ করার। সেই থেকেই শুরু তার মহিষাসুরমর্দিনী শ্লোক পাঠ করার অধ্যাবস্যা। তার জীবনের রোল মডেলও স্বয়ং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র।
অজয়ের যখন ১৫ বছর বয়স, তখন থেকেই তিনি শুরু করেন মহিষাসুরমর্দিনীর স্তোত্র পাঠ করা। প্রতিবেশীরা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে শুনতেন তাঁর মহালয়া পাঠ। এখন পুজো এলেই বিভিন্ন মণ্ডপে তাঁর ডাক আসে জনসমক্ষে মহালয়া বলে শোনানোর জন্য। খুশি-খুশিতে সেই কাজ করতে এগিয়ে আসেন পেশায় জুতোর বিক্রেতা অজয় সাহা।
advertisement
advertisement
এই বিষয়ে অজয় সাহা তিনি বলেন, তার জীবনের রোল মডেল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর জীবন দশায় তিনি কখনই তার সঙ্গেদেখা করতে পারেননি। তবে যদি কোনদিনও দেখা হতো সবার আগে তিনি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতেন। তিনি আরওবলেন তার জীবনের ইচ্ছা তিনি কখনওনা কখনওটিভি বা রেডিওতে মহালয়া পাঠ করার সুযোগ পাবেন।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 01, 2024 4:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: যেন অবিকল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র! দোকানে বসেই মহিষাসুরমর্দিনী পাঠ জুতো বিক্রেতার









