নিমতায় যুবক খুনে নয়া তথ্য, সম্ভবত গাড়ির পিছনের সিটেই ছিল আততায়ী
Last Updated:
একটি গুলি লাগে কানের পিছনে, গলার বাঁ-দিকে। দেবাঞ্জনের হাত ছিল গাড়ির স্টিয়ারিং-এ। তাই আরেকটি গুলি ডান হাতের ভিতরের দিকে লাগে।
#নিমতা: নিমতায় দেবাঞ্জন দাসের খুনি কি গাড়ির পিছনের সিটেই বসেছিল? পরিচিত কোনও আততায়ীর গুলিতেই নিহত হন দেবাঞ্জন? নিউজ এইটিন বাংলার অন্তর্তদন্তে তেমন তথ্যই উঠে আসছে। পুলিশি তদন্তও সেই পথে এগোচ্ছে।
নবমীর শেষ রাত। নিমতার বঙ্কিম মোড়ে গাড়ি থেকে উদ্ধার হয়েছিল দমদমের বাসিন্দা দেবাঞ্জন দাসের দেহ। খুনের তথ্য প্রথম প্রকাশ্য আনে নিউজ এইটিন বাংলা। সেই খুনের ঘটনায় এবার নয়া তথ্য উঠে এল।
একটি গুলি লাগে কানের পিছনে, গলার বাঁ-দিকে। দেবাঞ্জনের হাত ছিল গাড়ির স্টিয়ারিং-এ। তাই আরেকটি গুলি ডান হাতের ভিতরের দিকে লাগে।
advertisement
advertisement
সেই কারণেই শুক্রবার ফের ঘটনাস্থলে আসেন বারাকপুরের পুলিশ কমিশনার। আসে ফরেনসিকও। গাড়িটির খুঁটিনাটি পরীক্ষা করা হয়। সংগ্রহ করা হয় নমুনা। আততায়ী যদি গাড়িতেই থাকে, সেক্ষেত্রে সে অবশ্যই দেবাঞ্জনের পরিচিত। সেই পরিচিত আততায়ীর খোঁজে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 18, 2019 4:58 PM IST