Howrah News: গাজনে বিরাট চমক! শিবের রূপ ধরেই 'মালামাল' ১৭-এর যুবক, রাস্তায় যা করছেন...

Last Updated:

Howrah News: চৈত্রের গাজন উৎসবে হাওড়ার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে শিব। এই গাজন উৎসবের মরশুমে শিব সেজে ঘুরে বেড়াচ্ছে বছর ১৭-এর সৌভিক।

+
শখের

শখের বসে শিব সেজ রাস্তায় নেমেছে সৌভিক

হাওড়া: এই গাজন উৎসবের মরশুমে শিব সেজে ঘুরে বেড়াচ্ছে বছর ১৭-এর সৌভিক! বাংলা মাসের চৈত্র মানেই বাঙালির গাজন উৎসব। গাজন উৎসবকে কেন্দ্র করে উৎসব পালিত হয় সারা বাংলার বিভিন্ন প্রান্তে। গাজন উৎসবে শিবের পূজা আর  আরাধনা বা ব্রত করেন ভক্তরা। মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল নামে। আর এই গাজন উৎসবকে সামনে রেখে একশ্রেণীর মানুষ রুটি রুজি পথ বেছে নিয়েছে। পথে-ঘাটে কম বেশি সারা বছর বহুরূপী দেখা মেলে।
এই গাজন উৎসবে বহুরূপীদের বেশি চোখে পড়ে। বিভিন্ন দেব-দেবী বিশেষ করে শিব সেজে মানুষের দুয়ারে দুয়ারে বা হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছেন স্বয়ং মানুষ রূপে শিব। মানুষের কাছ থেকে টাকা আদায় করছেন। এই গাজন উৎসবে শিব বেশে ১৭ বছরের সৌভিক কখনও হাওড়া কখনও কলকাতা কখনও আবার হুগলির বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াচ্ছে। চড়া রোদ মাথায় নিয়ে খালি পায়ে কালো পিচের রাস্তায় হাঁটছে। ভগবান শিবের পায়ে জুতো এটা বেমানান ভক্তদের কাছে। তাই শিব সাজে খালি পায়ে হাঁটার তাপ সহ্য করতেই হয়।
advertisement
advertisement
বহুরূপীর বেশে গত প্রায় এক মাস বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াচ্ছে কিশোর। রাস্তায় বহুরূপীদের ঘুরতে দেখে ইচ্ছার বসে বহুরূপে সেজে বেরিয়ে পড়া। এই প্রখর রোদ মাথায় নিয়ে সপ্তাহে তিন দিন শিব সেজে রাস্তায় নামা। সকালে ঘুম থেকে উঠে নিজের কাজ সেরে নিজে হাতেই মুখে রং লাগানো কপালের ত্রিনয়ন আঁকা তারপর মাথায় জটা চাপিয়ে সঙ্গে পোশাক হাতে নিয়ে বেরিয়ে পড়া। প্রতিদিন কয়েকশো মানুষের কাছে হাত পাতা। কোনওদিন ৩০০ আবার কোনওদিন তার থেকে একটু বেশি পেয়ে থাকে।
advertisement
বহুরূপী সৌভিক জানায়, গত প্রায় এক মাস এই বহুরূপীর সেজে রাস্তায় নামা। মানুষের কাছে পৌঁছানো অনেকেই ফিরিয়ে দিচ্ছে। আবার অনেকেই ২ টাকা বা ৫ টাকা দিয়ে দু-হাত জোর করছে ভগবান শিবকে স্মরণ করছে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: গাজনে বিরাট চমক! শিবের রূপ ধরেই 'মালামাল' ১৭-এর যুবক, রাস্তায় যা করছেন...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement