Asansol By Election Results Update: আরও এগিয়ে গেলেন শত্রুঘ্ন, আসানসোলে কত ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী?

Last Updated:

আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে৷ তার মধ্যে চারটিতেই তৃণমূল বিজেপি-র তুলনায় বেশি ভোট পেয়েছে৷

আসানসোলে এগিয়ে শত্রুঘ্ন৷
আসানসোলে এগিয়ে শত্রুঘ্ন৷
#আসানসোল: আসানসোলে ক্রমাগত নিজের মার্জিন বাড়িয়ে চলেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা৷ শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের ভোট গণনার শেষে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের তুলনায় প্রায় ১৭ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা৷ প্রথম রাউন্ডের শেষে ১০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী৷
আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে৷ তার মধ্যে চারটিতেই তৃণমূল বিজেপি-র তুলনায় বেশি ভোট পেয়েছে৷ পাণ্ডবেশ্বর, জামুড়িয়া, বারাবনি এবং আসানসোল উত্তর- এই চারটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল৷ আসানসোল দক্ষিণ, রানিগঞ্জ এবং কুলটিতে এগিয়ে রয়েছে বিজেপি৷
advertisement
advertisement
গত বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী এর মধ্যে পাঁচটিতেই এগিয়ে ছিল তৃণমূল৷ ফলে গত দু'টি লোকসভা নির্বাচনে জিতলেও এবারের উপনির্বাচনে আসানসোলে বিজেপি-র কাজটা যে কঠিন হবে, তা আগেই বোঝা গিয়েছিল৷
ভোটের গণনা যত এগোচ্ছে, ততই গণনা কেন্দ্রের বাইরে উল্লাসে ফেটে পড়ছেন আসানসোলের তৃণমূল নেতা- কর্মীরা৷ গুড়- বাতাসা দিয়ে চলছে মিষ্টিমুখ৷ তবে বিজেপি শিবিরের আশা, আরও কয়েক রাউন্ড গণনার পর ব্যবধান কমার সম্ভাবনা এখনও রয়েছে৷
advertisement
আসানসোল লোকসভা কেন্দ্র ছিল বিজেপি-র দখলে৷ ফলে সেই কেন্দ্রটি বিজেপি-র হাত থেকে ছিনিয়ে নিতে পারলে লোকসভায় যেমন তৃণমূলের সাংসদ সংখ্যা বাড়বে, সেরকমই সম্মানের লড়াইতেও জয়ী হবে তৃণমূল৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Asansol By Election Results Update: আরও এগিয়ে গেলেন শত্রুঘ্ন, আসানসোলে কত ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement