Shantipur News: ভাত, মুগডাল, নতুন গুড়ের পায়েস, রসগোল্লার ভোজনে জমে উঠল শত গোপালের চড়ুইভাতি
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Mainak Debnath
Last Updated:
Shantipur News: প্রতিবছর শীতকালে নৃসিংহপুর পাম্পের ঘাট কলাবাগানে সমগ্র শান্তিপুরের সীতানাথ অর্থাৎ অদ্বৈত আচার্যের ভক্তবৃন্দ এই আয়োজন করে থাকেন
মৈনাক দেবনাথ, নদিয়া: শান্তিপুরে শত গোপালের বনভোজন, ক্রমশই জনপ্রিয় হয়ে পরিণত হচ্ছে সহস্রাধিক গোপালের বনভোজনে। শীত পড়তেই উৎসব মুখর হয়ে ওঠে গোটা বাংলা । শীতকাল মানেই নতুন চাল আর গুড়ের পিঠে পায়েস , কমলালেবু আর হ্যাঁ অবশ্যই চড়ুইভাতি। যে বাড়িতে গোপাল থাকে, সে সেই গৃহস্থবাড়ির সন্তানসম। তাই তাঁর বায়না আবদার থেকে আহ্লাদ-সবকিছুরই খেয়াল রাখেন ভক্তরা। এমনও বহু ভক্তদের বাড়ি আছে যেখানে তাঁরা কোথাও গেলেও সঙ্গে করে নিয়ে যান গোপালের বিগ্রহকে।
কখনওই তালাবন্দি অবস্থায় তাঁকে রাখেন না। প্রতিবছর শীতকালে নৃসিংহপুর পাম্পের ঘাট কলাবাগানে সমগ্র শান্তিপুরের সীতানাথ অর্থাৎ অদ্বৈত আচার্যের ভক্তবৃন্দ এই আয়োজন করে থাকেন। যেখানে আশেপাশের এলাকার সমস্ত গোপাল সেবাইতরা তাদের গোপালকে নিয়ে উপস্থিত হন বনভোজনে। সংখ্যাটা প্রায় দুই শতাধিকেরও বেশি। সঙ্গে অবশ্যই তাদের সেবাইত এবং পরিবারের অন্যান্য সদস্যরাও আছেন। তাদের সকলের জন্য ব্যবস্থা করা হয়েছে অন্ন অর্থাৎ সাদা ভাত, মুগের ডাল, শীতকালীন সবরকম আনাজ দিয়ে একটি তরকারি, পায়েস নতুন গুড়ের রসগোল্লা।
advertisement
আরও পড়ুন : অর্থপ্লাবনে ভেসে দূর সব কষ্ট! শুধু বছরের শেষ অমাবস্যায় পৌষ কালীকে নিবেদন করুন এই জোড়া সবজি
তবে যাদের জন্য মূল আয়োজন অর্থাৎ আরাধ্য দেবতা গোপাল তাদের জন্য থাকছে কমলালেবু সহ শীতকালীন সব রকম ফলমূল, শীতকালীন সকল রবিশস্য এবং আনাজের প্রায় ১৭ টি নানান রকম পদ ,পুষ্পান্ন পরমান্ন-সহ পিঠে পায়েস সহ নানা প্রকারের মিষ্টান্ন, সবমিলে ৫৬ ভোগ। ভক্তরা শীতবস্ত্র পরিয়ে গোপালকে সঙ্গে নিয়ে কাটাবেন সারাদিন। তাঁদের পরিচয় জানতে চাইলে কেউ বললেন গোপালের দিদা কেউ বা মা কেউ গোপালের বোন কিংবা দিদি। বনভোজন উপলক্ষে আলোচিত হয় ধর্মতত্ত্বের নানা গূঢ় কথাও।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 23, 2024 6:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shantipur News: ভাত, মুগডাল, নতুন গুড়ের পায়েস, রসগোল্লার ভোজনে জমে উঠল শত গোপালের চড়ুইভাতি