West Medinipur News: বিশ্বভারতীর আদলে সভাকক্ষ, মেদিনীপুরে এক টুকরো শান্তিনিকেতন, জানুন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
প্রতিদিন গান, নাচ সহ একাধিক সাংস্কৃতিক আয়োজন হয়ে থাকে এই রবীন্দ্র নিলয়ে। ছোট ছোট বাচ্চা থেকে বড়দের শেখানো হয় নাচ, গান, আবৃত্তিও।
মেদিনীপুর: শুধু বীরভূমের বোলপুরের শান্তিনিকেতন নয়, শান্তিনিকেতনের ধাঁচে এই জেলায় রয়েছে একটি কক্ষ, সভাগৃহ। যেখানে কোনও রাজনৈতিক আলোচনা বা সভা নয়, সারা বছর ধরে নানান সাংস্কৃতিক আয়োজন হয়ে থাকে বেশ কয়েক দশক পুরানো এই ভবনে। যেভাবে শান্তিনিকেতনে রবীন্দ্র চর্চা হয়, একইভাবে এই বাংলার এই সভাকক্ষে হয় নানা সাংস্কৃতিক আয়োজন। আবৃত্তি, নাটক, শ্রুতি নাটক, নাচ, গান এসব নিয়েই সারা বছর অনুষ্ঠান হয়ে থাকে মেদনীপুর শহরের এই ভবনে। মেদিনীপুর বয়ে চলেছে ইতিহাস। সেই ইতিহাসের এক জলজ্যান্ত সাক্ষী এই ভবন। নাম রবীন্দ্র নিলয়। শান্তিনিকেতনী ধারায় এখানে আয়োজন হয় নানা অনুষ্ঠানের। তাই গাছে ঘেরা এই ভবন এক টুকরো শান্তিনিকেতন।
রবীন্দ্রনাথের মৃত্যুর পর মেদিনীপুর শহরের একাধিক অধ্যাপক, উকিল, সংস্কৃতি প্রিয় ব্যক্তি এমনকি জেলার প্রথিতযশা বিচারকদের ভাবনায় গড়ে ওঠে রবীন্দ্র নিলয় নামে এই ভবন। ১৯৪৪ এ গঠিত হয় ট্রাস্ট। এরপর স্বাধীন ভারতে প্রথম মুখ্যমন্ত্রীর হাত ধরেই ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এই ভবনের। পরবর্তীতে কয়েক বছর পর গড়ে ওঠে ভবন। সাধারণ মানুষের সহযোগিতায় এই ভবন প্রতিষ্ঠিত হয় মেদিনীপুর শহরে। প্রায় বেশ কয়েক দশক ধরেই এই ভবন বজায় রেখেছে শান্তিনিকেতনের মাত্রা। যেভাবে বীরভূমের শান্তিনিকেতনে সংস্কৃতি চর্চা হয়, এই ভবনেও একইভাবে সংস্কৃতি চর্চা করেন জেলার সংস্কৃতিমনস্ক ব্যক্তিরা।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
শুধু তাই নয়, প্রতিদিন গান, নাচ সহ একাধিক সাংস্কৃতিক আয়োজন হয়ে থাকে এই রবীন্দ্র নিলয়ে। ছোট ছোট বাচ্চা থেকে বড়দের শেখানো হয় নাচ, গান, আবৃত্তিও। শান্তিনিকেতনের মতই বিভিন্ন সাংস্কৃতিক চর্চায় মুখরিত হয়ে থাকে এই ভবন। শুধু তাই নয় বিভিন্ন সংস্থার তরফেও এখানে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
advertisement
আরও পড়ুনNadia Durga Puja 2025: নদিয়ার পাঁচটি সেরা থিমের পুজো যা না দেখলেই বড় মিস! এক ঝলকে দেখে নিন
স্বাধীনতার আগে থেকেই বেশ কয়েক দশক ধরে সেই ধারাবাহিকতা বজায় রেখেছে মেদিনীপুরের মানুষ। মেদিনীপুর শহরের সংস্কৃতি চর্চার এক প্রাণকেন্দ্র রবীন্দ্র নিলয়। শান্তিনিকেতনের ধারায় ও ধাঁচে এখনও সংস্কৃতি প্রবাহ বহমান রেখেছেন শিল্পী থেকে সকলে। এই ভবন বয়ে চলেছে তার ইতিহাস ও ঐতিহ্য।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 10, 2025 2:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: বিশ্বভারতীর আদলে সভাকক্ষ, মেদিনীপুরে এক টুকরো শান্তিনিকেতন, জানুন