Nadia Durga Puja 2025: নদিয়ার পাঁচটি সেরা থিমের পুজো যা না দেখলেই বড় মিস! এক ঝলকে দেখে নিন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
নদিয়া জেলার সেরা পাঁচটি থিমের পুজো কোথায় হচ্ছে। কল্যাণী থেকে রানাঘাট প্রত্যেকেই প্রস্তুতি নিচ্ছে পুজোর লড়াইতে। দেখুন জেলার পাঁচটি সেরা থিমের পুজো।
advertisement
advertisement
advertisement
advertisement
রানাঘাট কামালপুরের বড় দুর্গা: গত বছর থেকেই এই দুর্গাপুজো ছিল খবরের শিরোনামে। আগের বছর বিশ্বের সর্ববৃহৎ দুর্গা মূর্তি তৈরি করার চেষ্টা করেছিলেন তারা। কিন্তু বেশকিছু কারণে তা করে ওঠা সম্ভব হয়নি। তবে এ বছর প্রশাসন ও সরকারি ছাড়পত্র পাওয়ার পরে পুরোদমে কাজ চলছে এখন বিশ্বের সর্ববৃহৎ দূর্গা মূর্তির! আশা করা যাচ্ছে জেলার অন্যতম সেরা পুজো হতে চলেছে এবারে রানাঘাট কামালপুরের বড় দুর্গা।
advertisement
তাহেরপুর অগ্নিশিখা ক্লাব: নদিয়া জেলার তাহেরপুরের অগ্নিশিখা ক্লাবের ১১ তম বর্ষ উপলক্ষে নদিয়ার বুকেই এক টুকরো বেনারস বানাতে চলেছেন এই বছর দুর্গাপুজোয় তারা। তারা মনে করছেন অনেকেই ইচ্ছে থাকলেও আর্থিক কিংবা শারীরিক অক্ষমতার কারণে বেনারসে যেতে পারেন না, তাদের জন্যই এই সামান্য প্রচেষ্টা পুজো উদ্যোক্তাদের।