Nadia Durga Puja 2025: নদিয়ার পাঁচটি সেরা থিমের পুজো যা না দেখলেই বড় মিস! এক ঝলকে দেখে নিন

Last Updated:
নদিয়া জেলার সেরা পাঁচটি থিমের পুজো কোথায় হচ্ছে। কল্যাণী থেকে রানাঘাট প্রত্যেকেই প্রস্তুতি নিচ্ছে পুজোর লড়াইতে। দেখুন জেলার পাঁচটি সেরা থিমের পুজো।
1/6
এবছর দুর্গাপুজোয় দেখে নিন নদিয়া জেলার সেরা পাঁচটি থিমের পুজো কোথায় হচ্ছে। কল্যাণী থেকে রানাঘাট প্রত্যেকেই প্রস্তুতি নিচ্ছে পুজোর লড়াইতে। দেখুন জেলার পাঁচটি সেরা থিমের পুজো।
এবছর দুর্গাপুজোয় দেখে নিন নদিয়া জেলার সেরা পাঁচটি থিমের পুজো কোথায় হচ্ছে। কল্যাণী থেকে রানাঘাট প্রত্যেকেই প্রস্তুতি নিচ্ছে পুজোর লড়াইতে। দেখুন জেলার পাঁচটি সেরা থিমের পুজো।
advertisement
2/6
কল্যাণী আইটিআই মোড়: কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পুজো প্রত্যেক বছরই থাকে খবরের শিরোনামে! কলকাতার বড় বড় পুজো গুলি কে রীতিমতো টেক্কা দেয় প্রতিবছর এই পুজো! এ বছরের দুর্গা পুজো থিম মালয়েশিয়ার সিন বিউম প্যাগোডা!
কল্যাণী আইটিআই মোড়: কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পুজো প্রত্যেক বছরই থাকে খবরের শিরোনামে! কলকাতার বড় বড় পুজো গুলি কে রীতিমতো টেক্কা দেয় প্রতিবছর এই পুজো! এ বছরের দুর্গা পুজো থিম মালয়েশিয়ার সিন বিউম প্যাগোডা!
advertisement
3/6
কল্যাণী রথ তলা: কল্যাণী রথতলার এবছরের দুর্গাপুজোর থিম আমেরিকার স্বামী নারায়ণ মন্দির। কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পরে কল্যাণীর দ্বিতীয় সেরা পুজো বলতে গেলে রথ তলার নাম আসবে! আইটিআই মোড় থেকে মাত্র ১০ মিনিটের হাঁটা পথেই দেখা যাবে এই প্যান্ডেল!
কল্যাণী রথ তলা: কল্যাণী রথতলার এবছরের দুর্গাপুজোর থিম আমেরিকার স্বামী নারায়ণ মন্দির। কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পরে কল্যাণীর দ্বিতীয় সেরা পুজো বলতে গেলে রথ তলার নাম আসবে! আইটিআই মোড় থেকে মাত্র ১০ মিনিটের হাঁটা পথেই দেখা যাবে এই প্যান্ডেল!
advertisement
4/6
কল্যাণী এ নাইন স্কয়ার পার্ক: কল্যাণীর তৃতীয় বৃহত্তম এবং জনপ্রিয় দুর্গা পুজো বলতে এ নাইন স্কয়ার পার্কের নামই আসে। তবে এই পুজো কিন্তু কোনও ক্লাব দ্বারা পরিচালিত নয়। এটি সম্পূর্ণ একটি বারোয়ারি পুজো। এবছর দুর্গাপূজোয় তারা তৈরি করতে চলেছে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির!
কল্যাণী এ নাইন স্কয়ার পার্ক: কল্যাণীর তৃতীয় বৃহত্তম এবং জনপ্রিয় দুর্গা পুজো বলতে এ নাইন স্কয়ার পার্কের নামই আসে। তবে এই পুজো কিন্তু কোনও ক্লাব দ্বারা পরিচালিত নয়। এটি সম্পূর্ণ একটি বারোয়ারি পুজো। এবছর দুর্গাপূজোয় তারা তৈরি করতে চলেছে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির!
advertisement
5/6
রানাঘাট কামালপুরের বড় দুর্গা: গত বছর থেকেই এই দুর্গাপুজো ছিল খবরের শিরোনামে। আগের বছর বিশ্বের সর্ববৃহৎ দুর্গা মূর্তি তৈরি করার চেষ্টা করেছিলেন তারা। কিন্তু বেশকিছু কারণে তা করে ওঠা সম্ভব হয়নি। তবে এ বছর প্রশাসন ও সরকারি ছাড়পত্র পাওয়ার পরে পুরোদমে কাজ চলছে এখন বিশ্বের সর্ববৃহৎ দূর্গা মূর্তির! আশা করা যাচ্ছে জেলার অন্যতম সেরা পুজো হতে চলেছে এবারে রানাঘাট কামালপুরের বড় দুর্গা।
রানাঘাট কামালপুরের বড় দুর্গা: গত বছর থেকেই এই দুর্গাপুজো ছিল খবরের শিরোনামে। আগের বছর বিশ্বের সর্ববৃহৎ দুর্গা মূর্তি তৈরি করার চেষ্টা করেছিলেন তারা। কিন্তু বেশকিছু কারণে তা করে ওঠা সম্ভব হয়নি। তবে এ বছর প্রশাসন ও সরকারি ছাড়পত্র পাওয়ার পরে পুরোদমে কাজ চলছে এখন বিশ্বের সর্ববৃহৎ দূর্গা মূর্তির! আশা করা যাচ্ছে জেলার অন্যতম সেরা পুজো হতে চলেছে এবারে রানাঘাট কামালপুরের বড় দুর্গা।
advertisement
6/6
তাহেরপুর অগ্নিশিখা ক্লাব: নদিয়া জেলার তাহেরপুরের অগ্নিশিখা ক্লাবের ১১ তম বর্ষ উপলক্ষে নদিয়ার বুকেই এক টুকরো বেনারস বানাতে চলেছেন এই বছর দুর্গাপুজোয় তারা। তারা মনে করছেন অনেকেই ইচ্ছে থাকলেও আর্থিক কিংবা শারীরিক অক্ষমতার কারণে বেনারসে যেতে পারেন না, তাদের জন্যই এই সামান্য প্রচেষ্টা পুজো উদ্যোক্তাদের।
তাহেরপুর অগ্নিশিখা ক্লাব: নদিয়া জেলার তাহেরপুরের অগ্নিশিখা ক্লাবের ১১ তম বর্ষ উপলক্ষে নদিয়ার বুকেই এক টুকরো বেনারস বানাতে চলেছেন এই বছর দুর্গাপুজোয় তারা। তারা মনে করছেন অনেকেই ইচ্ছে থাকলেও আর্থিক কিংবা শারীরিক অক্ষমতার কারণে বেনারসে যেতে পারেন না, তাদের জন্যই এই সামান্য প্রচেষ্টা পুজো উদ্যোক্তাদের।
advertisement
advertisement
advertisement