Shantanu Thakur: এক লাখ মতুয়ার নাম বাদ! শান্তনুর মন্তব্যের পরই অশান্তি ঠাকুরবাড়িতে! দু'পক্ষের অনুগামীদের হাতাহাতি
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Shantanu Thakur: বিক্ষোভ কর্মসূচি থেকে আওয়াজ ওঠে, পিছন দিক দিয়ে বিজেপি ছুরি মারছে।
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: ৫০ লক্ষ রোহিঙ্গা বাদ দিতে গিয়ে যদি এক লক্ষ মতুয়া বাদ যায়, তাতে আপত্তি নেই শান্তনু ঠাকুরের। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এহেন বক্তব্যের পরই গর্জে উঠলেন ঠাকুরবাড়ির অপর সদস্য মমতাবালা ঠাকুর। শান্তনু ঠাকুরকে ঘিরে বিক্ষোভ দেখাতে বুধবার ঠাকুরবাড়িতে জমায়েত করেন মমতাবালা ঠাকুরের ডাকে মতুয়ারা।
advertisement
তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভ কর্মসূচি থেকে আওয়াজ ওঠে, পিছন দিক দিয়ে বিজেপি ছুরি মারছে। সেই অভিযোগের লিফলেট বানিয়ে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে বলেও জানান তাঁরা। পাল্টা শান্তনু ঠাকুর বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিজেপির কর্মসূচি নিয়েছেন ঠাকুরবাড়িতে। তবে মমতাবালা ঠাকুরের এই ভাবনা আসলে মূর্খতা, এমনটাই দাবি শান্তনু ঠাকুরের।
advertisement
advertisement
যদিও বুধবার মতুয়াদের দু’পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হাতাহাতিতে পর্যন্ত গড়ায়। প্রাক্তন সাংসদ তথা তৃণমূলনেত্রী মমতাবালা ঠাকুরের অনুগামীদের সঙ্গে অশান্তি বাধে শান্তনুর অনুগামীদের।
প্রসঙ্গত, মঙ্গলবারই শান্তনু বলেন, “কেন্দ্রকে সহযোগিতা করতে গিয়ে আমাদের যদি কোনও সমস্যা সহ্য করতে হয়, আমরা প্রস্তুত। ৫০ লক্ষ রোহিঙ্গা, বাংলাদেশি ও পাকিস্তানি মুসলিমের নাম বাদ দেওয়ার জন্য যদি আমার সম্প্রদায়ের এক লক্ষ মানুষকে ভোটদান থেকে বিরত থাকতে হয়, তাতেও কোনও আপত্তি নেই।” শান্তনু ঠাকুরের করা এই মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ঠাকুরবাড়ি প্রাঙ্গন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 24, 2025 5:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shantanu Thakur: এক লাখ মতুয়ার নাম বাদ! শান্তনুর মন্তব্যের পরই অশান্তি ঠাকুরবাড়িতে! দু'পক্ষের অনুগামীদের হাতাহাতি








